রবির সরে দাঁড়ানোর নেপথ্য কারণ

এই প্রশ্নের একটি সম্ভাব্য উত্তর অবশ্য দিয়েছে টেলিকম কোম্পানিটি। তারা জানিয়েছে রবি স্পন্সর থাকার পরেও নাকি অনেক ক্রিকেটার অন্যান্য টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে বিজ্ঞাপন করছেন। আর এই বিষয়টিতেই আপত্তি ছিল তাদের বিধায় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে তাঁরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের বক্তব্য অন্তত সেটাই জানা গিয়েছে। রবির চুক্তি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন,
'বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশীপ থেকে রবি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং এই বিষয়টিকে আমরা গ্রহণ করে নিয়েছি। তাঁরা মূলত যে কারণটি বলেছে সেটি হল আমাদের যে ক্রিকেটাররা অন্য কনফ্লিক্টিং ব্র্যান্ডের বিজ্ঞাপন করছে সেটি নিয়ে একটি আপত্তি ছিল রবির এবং সেটি পুরোপুরিভাবে প্রতিকার না হওয়ার কারণে এই পদক্ষেপ তাঁরা নিয়েছে বলে জানিয়েছে।'
কিন্তু আসল খটকা অন্য ক্ষেত্রে। জাতীয় দলের ক্রিকেটাররা অন্যান্য টেলিকম কোম্পানির হয়ে বিজ্ঞাপন করতে পারবেন না- রবির দেয়া এমন শর্ত ঠিকই মেনে নিয়েছিল বিসিবি। এমনকি তারই প্রক্রিয়া হিসেবে সাকিব আল হাসান বাংলালিংকের সাথে চুক্তি বাতিলও করেছিলেন। পাশাপাশি তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজাও গ্রামীণফোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এরপরেও এভাবে রবির সরে দাঁড়ানোটি অবাক করছে নিজামউদ্দিনকেও। তিনি বলেছেন,
'আমরা বেশ কিছু পদক্ষেপ রবির সাথে আলোচনা সাপেক্ষে নিয়েছিলাম এবং আপনারা জানেন যে সাকিব আল হাসানের সাথে যে আরেকটি টেলিকম কোম্পানির চুক্তি ছিল সেটি সাকিব দ্রুতই বাতিল করেছে। তামিম ইকবালও একই কাজ করেছেন। তাঁর যে চুক্তি ছিল গ্রামীণফোনের সাথে সেটিকেও টারমিনেট করেছে এবং আমাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথেও গ্রামীণ ফোনের চুক্তি বাতিল হতে যাচ্ছে। আমরা এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যাচ্ছিলাম তখনই রবির এই সরে দাঁড়ানো আমাদের কাছে আশ্চর্যের একটি বিষয়।'
সুজন আরো জানান রবির সাথে চুক্তি করার আগেই টাইগার অধিনায়ক মাশরাফি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। আর সেসময় রবি এক্ষেত্রে তেমন কোন শর্তাবলী বেঁধে দেয়নি।এই বিষয়টিই গণমাধ্যমের কাছে পরিষ্কার করেছেন নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেছেন,
'বিষয়টি কিন্তু ভিন্ন ভিন্ন ক্রিকেটারের আলাদা স্পন্সরশীপের চুক্তি। একেক জন ক্রিকেটারের একেক সময় চুক্তি হয়েছে। মাশরাফির সাথে যখন গ্রামীণফোনের চুক্তিটি হয়েছে তখন হয়তো রবির এই শর্তটি ছিল না। আমি বলতে চাইছি যে আগের যে চুক্তিটি ছিল রবির সাথে তখন এই শর্তটি ছিল না। পরে এসেছে। আর এর আগেই মাশরাফির চুক্তিটি হয়েছে।'
বিসিবির এই কর্মকর্তা আরও যোগ করেন, 'এরপরে সাকিব কিংবা তামিমের বিষয়গুলো যখন এসেছে তখন কিন্তু আমরা সেভাবেই কাজ করেছি এবং আমাদের সাথে যে সেটলমেন্ট চুক্তি রবির সাথে হয়েছিল তাতেও কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করা আছে যে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি এই বিষয়গুলো থেকে বের হওয়ার জন্য।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা