ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

'আমাকে ছাড়ালে জিমিকে ছোঁয়া অসম্ভব'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৭ ১৪:৩১:৫৮
'আমাকে ছাড়ালে জিমিকে ছোঁয়া অসম্ভব'

কারণ সাদা পোশাকে ৫৬৩ টি উইকেট নেয়া ম্যাকগ্রা থেকে মাত্র ৬ উইকেটে পিছিয়ে আছেন ইংলিশ ফাস্ট বোলার জিমি অ্যান্ডারসন। ১৪১ ম্যাচ খেলে ৫৫৭ টি উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।

বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন টেস্টের ত্রাস পেসার অ্যান্ডারসন। হয়ত ভারতের বিপক্ষে চলমান সিরিজেই অজি সাবেক পেসার ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাবেন তিনি। তবে এ নিয়ে কোন প্রকার মনঃক্ষুণ্ণ নন ম্যাকগ্রা।

বরঞ্চ এর জন্য অ্যান্ডারসনকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এবং রেকর্ডটি নিজের করে নিলে তাঁকে (জিমি) নিয়ে গর্ববোধও করবেন বলে জানিয়েছেন ম্যাকগ্রা। পাশাপাশি তিনি বিশ্বাস করেন ইংলিশ এই পেসারের পর আর কারো পক্ষে এই রেকর্ডে ভাগ বসানো সম্ভব হবে না।

'জিমির প্রতি আমার অন্যরকম সম্মান রয়েছে। শুভ কামনা তাঁর জন্য। আমি বিশ্বাস করি সে যখন আমাকে ছাড়িয়ে যাবে তাঁকে ছাড়ানো আর সম্ভব হবে না। রেকর্ডটি ভালো এবং আমি অনেক গর্বিত টেস্ট ইতিহাসের যে কোন ফাস্ট বোলারের তুলনায় বেশি উইকেট নিতে পেরে।

'কিন্তু এটা এখন যে কোন সময় ভাঙ্গা সম্ভব এবং আমি সমানভাবে জিমিকে নিয়েও গর্ববোধ করব যখন সে আমাকে ছাড়িয়ে যাবে। কারণ ফাস্ট বোলারদের একসঙ্গে মিলিত হওয়া উচিত, যে দেশ থেকেই আমরা আসি না কেন।'

তবে আন্ডারসন কোন চূড়ায় গিয়ে থামতে চান তা দেখার জন্য অধীর আগ্রহে আছেন অজি এই কিংবদন্তী। আর ওই চূড়া থেকে তাঁকে কখনো নামানো সম্ভব হবে না বলেও বিশ্বাস করেন সাবেক এই অজি তারকা।

আর এর কারণ হিসেবে ক্রিকেটের বর্তমান অবস্থা এবং টেস্টের প্রতি অনীহাকেই দায়ি করেছেন ম্যাকগ্রা। তাঁর ভাষায়,

'যখন জিমি আমার উপর উঠে যাবে, এটা দেখতে বেশি আনন্দদায়ক হবে যে সে কোথায় গিয়ে থামতে চায়। এখনকার ক্রিকেটের ধরণ এবং টি-টুয়েন্টি ক্রিকেটের আধিক্যের ফলে আমি বিশ্বাস করি কোন ফাস্ট তাঁকে কখনোই ছাড়িয়ে যেতে পারবে না।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ