ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

সিপিএলে জ্যামাইকা-রাসেল সবার উপরে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৬ ২৩:১৬:৫৯
সিপিএলে জ্যামাইকা-রাসেল সবার উপরে

সিপিএলে জ্যামাইকা তালওয়াশের ৭ ম্যাচের সবক’টিতে মাঠে নেমেছেন আন্দ্রে রাসেল। যাতে কখনো ব্যাট হাতে, আবার কখনো বল হাতে নিজের জাত চিনিয়েছেন। মজার ব্যাপার হলো, চলতি আসরে রাসেলের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। যদিও এরপর জ্যামাইকার ৫ম ম্যাচে ৪১ রান ছাড়া আর কোন বড় ইনিংস উপহার দিতে পারেননি রাসেল। তবে ঠিকই প্রতিটি ম্যাচে উইকেটর দেখা পেয়েছেন।

সিপিএলের রেকর্ডবুক বলছে, আসরটিতে এখন পর্যন্ত উইকেট শিকারীদের শীর্ষে রয়েছেন জ্যামাইকার অধিনায়ক আন্দ্রে রাসেল। ৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৩। ত্রিনবাগোর বিপক্ষে প্রথম ম্যাচে সর্বোচ্চ তিন উইকেট শিকার ছাড়া বাদ বাকি ম্যাচগুলোতে ২-১টি করে নিয়মিত উইকেটের দেখা পেয়েছেন।

এখন কথা হলো, উইকেট সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে থাকা রাসেলের ব্যাটিং পরিসংখ্যান কেমন? রেকর্ডবুক লক্ষ্য করলে হিসাবটা পরিষ্কার হয়ে যাবে। কারণ আসরে মাত্র দুটি বড় ইনিংস খেলেছেন রাসেল। ফলে ১৪১ রান তুলে ১২তম স্থানে রয়েছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ