ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

দেশে মানসম্মত ‘লেগ স্পিনার’ না থাকাতেই ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে : তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৬ ২১:০৩:০৮
দেশে মানসম্মত ‘লেগ স্পিনার’ না থাকাতেই ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে : তামিম

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আপনি যদি অনুশীলন না করেন, আপনি যদি না জানেন তাহলে স্বাভাবিকভাবেই কাজটা কঠিন হবে। আমাদের সব বোলার যদি ১২৫ কিমিঃ গতিতে বল করে, আর আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ১৪৫ কিমিঃ গতির বল সামলাতে হয়…যেমনটা ছিল দশ বছর আগে, তাহলে স্বাভাবিকভাবেই আপনি মানিয়ে নিতে পারবেন না।

এখন আমাদের দুই-তিনজন বোলার আছে যারা ১৩৫ থেকে ১৪০ কিমিঃ এ বল করে, যা আমাদের মানিয়ে নিতে সাহায্য করে, কারণ এখন তেমন কোন পার্থক্য নেই। রিস্ট স্পিনের ক্ষেত্রেও একই কথা বলব। আমাদের দেশে যথেষ্ট লেগ স্পিনার নেই। ফলে আমাদের লেগ স্পিনার খেলার অভিজ্ঞতাও কম।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ