ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

নিজের পছন্দের ওপেনিং সঙ্গীর নাম বললেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৬ ১৬:৪৬:২১
নিজের পছন্দের ওপেনিং সঙ্গীর নাম বললেন তামিম

এদিকে এবার তামিম নিজেই জানালেন কার সাথে খেলতে তিনি সবচেয়ে বেশি সস্তি বোধ করেন। যে কিনা তামিমের বিপরীত প্রান্থে দাঁড়িয়ে বুক চেতিয়ে লড়বে দলের জন্য। আর তামিমের পছন্দ সিনিয়র সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দায়িত্ববান একজনকেই সঙ্গী হিসেবে প্রয়োজন তার।

এ বিষয়ে তামিম বলেছেন, ‘জুটি বেঁধে খেলার ক্ষেত্রে একজন ধরে খেলবে এবং অন্যজন দ্রুত রান তোলার চেষ্টা করবে। আর এক্ষেত্রে তরুণ একজন যদি আমার সঙ্গে ওপেন করে তবে তাকে দায়িত্ব চাপিয়ে দেখা যৌক্তি হবে না। কারণ তার লক্ষ্য থাকবে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা মজবুত করা।’

তবে এ ক্ষেত্রে সিনিয়র কাকে সঙ্গী হিসেবে চাচ্ছেন তিনি। বিষয়টি খোলাসা করে বলেছেন, ‘আমি আলাদা করে কারো নাম নিতে চাই না, তবে আমি গত কয়েক বছরে সৌম্যের সাথে অনেক ব্যাটিং করেছি। সে আমার উপর থেকে চাপ সরানোর ক্ষেত্রে অনেক সাহায্য করত।’

প্রসঙ্গত, ক্যারিয়ারে এখন পর্যন্ত তামিমের সঙ্গে ২২ টি ইনিংসে ব্যাটিং করেছেন সৌম্য সরকার। যাতে ৪০.৮১ গড়ে করেছেন ৮৯৮ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ