ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

মুস্তাফিজের যে গোপন তথ্য দিলেন তার ভাবী তানিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৬ ১৬:৪৩:২০
মুস্তাফিজের যে গোপন তথ্য দিলেন তার ভাবী তানিয়া

বাবা-মায়ের আদরের সন্তুান মুস্তাফিজকে ঈদে পেয়ে দারুন খুশি তার ভাই বোনেরাও। দারুণ আনন্দেই কাটালেন এবারের ঈদুল আজহা।

দেশবাসীসহ সারাবিশ্বের অগণিত মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভক্ত, প্রতিবেশী, বন্ধু, স্বজনদের সঙ্গে কোলাকুলি করেন তিনি। হজে থাকা বাবা-মায়ের জন্য এ সময় দেশবাসীর কাছে দোয়া চান মুস্তাফিজ।

মুস্তাফিজের ব্যাপারে দারুণ এক তথ্য দিলেন তার ভাবী তানিয়া! মুস্তাফিজের সঙ্গে তার ভাইদের সাথে সম্পর্ক অত্যন্ত মধূর। যদিও এবারের ঈদে বাবা-মাকে মিস করছেন কারণ তারা উভয়েই পবিত্র হজরত।

তাই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য তিন দিন আগে গ্রামের বাড়িতে আসেন মুস্তাফিজ। ঈদে বাড়ির পুকুরের মাছ আর দুধ সেমাই মুস্তাফিজের খুব প্রিয় বলে জানালেন তার ভাবি তানিয়া সুলতানা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ