ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না: ফারিয়া

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৬ ১৪:২৪:৪০
মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না: ফারিয়া

এর আগে দেশে ছুটি কাটাতে এসে টুকটাক নাটকে অভিনয়ও করেছেন কিন্তু এবার বললেন অন্য কথা। ফারিয়া জানালেন, এবার কোনো কাজ করতে চান না তিনি।

ফারিয়া তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাকে কোনো কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না। আমি খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছি। ঈদ উদ্যাপন করতে এবং আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য। তাই এই ছুটিতে কোনো কাজ করতে চাই না। আমি শুধু কয়েকটা দিন আনন্দের মধ্যে থাকতে এসেছি। তবে শোবিজের প্রতি সম্মান রেখেই বলছি, মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না।’

ফারিয়া জানালেন, দেশে তার থাকার কথা রয়েছে আগামী সোমবার পর্যন্ত। এর মধ্যে মিডিয়ার কোনো কাজে অংশ নিতে চান না তিনি।

ফারিয়া শাহরিন অনেক নাটক ও বিজ্ঞাপনে কাজ করে নিজেকে তিনি প্রমাণ করেছেন সফল একজন মডেল ও অভিনেত্রী হিসেবে।

নাটক-বিজ্ঞাপনের পাশাপাশি ফারিয়া কাজ করেছেন সামিয়া জামানের পরিচালনায় ‘আকাশ কত দূরে’ নামের চলচ্চিত্রে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে