ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

নতুন ব্যাটসম্যান না পাওয়ার কারণ হিসাবে যাকে দোষ দিলেন তামিম ইকবাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৬ ১২:৫৯:১৯
নতুন ব্যাটসম্যান না পাওয়ার কারণ হিসাবে যাকে দোষ দিলেন তামিম ইকবাল

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল এক সাক্ষাৎকারে বলেন, ‘বিপিএলের বেশিরভাগ বিদেশি ক্রিকেটার টপ অর্ডার ব্যাটসম্যান। বেশিরভাগই ১ থেকে ৪ নম্বর পজিশনে ব্যাট করতে নামে। সে কারণে আমাদের জন্য (স্থানীয়) এটা অনেক কঠিন হয়ে যায়। যখন দলে পাঁচজন বিদেশি ক্রিকেটার ছিল, তখন সমস্যাটা আরও বড় ছিল। এখন হয়তো সেটা একটু কমবে।’

দেশসেরা এই ওপেনার মনে করেন, তরুণদের সুযোগ দিলে তা দেশের ক্রিকেটের জন্যই ভালো। বিশেষ করে, যে উদ্দেশ্যে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের ড্রেসিংরুম ভাগ করে নেওয়া, সেই উদ্দেশ্য সফল হবে।

তামিম বলেন, ‘যখন আপনি কোনো বিদেশি বোলারের বিপক্ষে রান করবেন তখন আত্মবিশ্বাস বাড়বে, মেরে খেলতে চাইবেন। জাতীয় দলের ডাক পাওয়ার পরও যখন সেই বোলারকে পাবেন তখন সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। আগে থেকেই আপনার আত্মবিশ্বাস থাকবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে উল্লেখ করে দেশের বর্তমানের সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘আইপিএল কিন্তু এই কাজটা সুন্দরভাবে করে যাচ্ছে। তাদের স্থানীয় ক্রিকেটাররা বিদেশি নামকরা সব বোলারের বিপক্ষে রান পাচ্ছে, যেটা তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাহায্য করছে। এটা বড় ধরনের ইতিবাচক পার্থক্য গড়ে দেয়।’

সূত্র:ক্রিকবাজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ