ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রোনালদোর জুভেন্টাস সিরিআয় টানা দ্বিতীয় জয় তুলে নিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৬ ১২:৪০:৪৮
রোনালদোর জুভেন্টাস সিরিআয় টানা দ্বিতীয় জয় তুলে নিল

পিয়ানিচ ও মানজুকিচের গোলে লাৎসিওকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির শিষ্যরা।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। খেলার ৩০ মিনিটের মাথায় জুভেন্টাস ১-০ গোলের লিড নেয়। দলের পক্ষে প্রথম গোল করেন পিজানিচ। প্রথমার্ধে ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধে লাজিও কিছুটা আক্রমণের ধাঁর বৃদ্ধি করে। যদিও আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না তারা। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় মৌসুমের প্রথম গোল পেয়ে যেতে পারতেন রোনালদো। কিন্তু লাজিওর গোলকিপার দুর্দান্তভাবে বলটি রক্ষা করলে গোল বঞ্চিত থাকতে হয় রোনালদোকে।

গোল করতে ব্যর্থ হলেও রোনালদো ঠিকই সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। খেলার ৭৫ মিনিটের সময় রোনালদোর অ্যাসিস্ট থেকে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন মানজুকিচ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ