ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

এশিয়ান গেমসে বদলি নেমে চায়নিজ ফুটবলারের ‘ট্রিপল হ্যাট্রিক’!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৬ ১২:২২:১৬
এশিয়ান গেমসে বদলি নেমে চায়নিজ ফুটবলারের ‘ট্রিপল হ্যাট্রিক’!

শানশান ঝড়ে ১৬-০ গোলে জিতে চীন। এ নিয়ে একটিও গোল না খেয়ে অপরাজিতভাবে গ্রুপ পর্ব শেষ করেছে চীন। আর শানশানের এমন কীর্তিতে আনন্দের জোয়ার বইছে চীনে। দেশটির টেনচেন্ট স্পোর্টস পত্রিকার অনলাইনে লেখা, ‘গ্রুপ পর্বের তিন ম্যাচে ১১ গোল করে ওয়ান শানশান চীনের মেয়েদের ফুটবলের প্রাণভোমরা হয়ে উঠেছেন।’

এই দলে আরেকজন ওয়াংও আছেন-ফ্রান্সের প্যারিস সেন্ট-জার্মেইয়ের মেয়েদের দলে কিছুদিন আগে নাম লেখানো ওয়াং শং। তাজিকিস্তানের বিপক্ষে চীনের গোল-উৎসবের শুরু তাঁর পায়েই। এই দুই ‘ওয়াং’কে ঘিরেই এশিয়ান গেমস মেয়েদের ফুটবলে সোনার স্বপ্ন দেখছে চীন। সোনা আসলেই জেতা হবে কি না, তা ৩১ আগস্টের পর জানা যাবে। তবে সে পথে প্রতিপক্ষ প্রতিটি দলের এখন বড় মাথাব্যথার নাম ওয়াং শানশান। তাঁকে ঠেকানোর দুশ্চিন্তা নিয়ে কাল রাতে ঘুমাতে গেছেন থাইল্যান্ডের কোচ নুয়েংগ্রুথাই সাথংভিয়েন। আজ কোয়ার্টার ফাইনালে চীনের প্রতিপক্ষ থাইল্যান্ড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ