ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ঈদের ছুটি শেষ না হতেই অনুশীলনে তামিম, সঙ্গে আছেন যিনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৬ ১১:১৭:১২
ঈদের ছুটি শেষ না হতেই অনুশীলনে তামিম, সঙ্গে আছেন যিনি

তাই তো সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ৩১ সদস্যের স্কোয়াডের একমাত্র সদস্য তামিম ইকবালকেই মিরপুরে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল। প্রিয় কোচ সালাউদ্দিনের সাথে ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে কাজ করতে দেখা গিয়েছে তাকে।

দেশের জন্য তামিমের রান করে যাওয়া আকাঙ্ক্ষা এক কথায় অবিশ্বাস্য বলা চলে। অথচ গত সিরিজেই দুইটি সেঞ্চুরি ও একটি ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। মিরপুরে অনুশীলন তামিম বলেছেন, 'আপনি কখনই সাফল্যের নিশ্চয়তা দিতে পারবেন না। এটা আমি সবসময় বিশ্বাস করি। কিন্তু আমি নিজেকে শতভাগ প্রস্তুত করতে পারি, এতে আমার কাজটা সহজ হয়ে যায়। আমি যদি চেষ্টা করেও ব্যর্থও হই, তাহলে নিজেকে বলতে পারব, 'আমি শতভাগ দিয়েছি, কিন্তু সেটা কাজে আসে নি।'

দীর্ঘ ক্যারিয়ারে উত্থান পতন সবটাই দেখা হয়ে গেছে তামিম ইকবালের। তাই তো ফর্মে থাকা অবস্থায় কঠোর পরিশ্রম করার গুরুত্বটা তামিমের ভালোই জানা। তার ভাষ্য মতে,'ভালো খেলার জন্য প্রস্তুতিটা আসল, এই জন্যই একটু অতিরিক্ত চেষ্টা করা। আমি মনে করি যখন ভালো সময় যায়, তখনই বেশি চেষ্টা করা উচিত। কারন বাজে সময়ে নিজেকে অনুপ্রাণিত করা কঠিন।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ