ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

পৃথ্বিকে প্রথম দর্শনেই যা বলেছিলেন শচীন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৫ ১৯:২৪:৪০
পৃথ্বিকে প্রথম দর্শনেই যা বলেছিলেন শচীন

পৃথ্বিকে তার ৮ বছর বয়সেই প্রথম দেখেছিলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ১০ বছর আগে সেই দিনই ব্যাটিং ইশ্বর বলেছিলেন, ‘ভবিষ্যতে ভারতীয় দলে খেলবে এই কিশোর।’

পৃথ্বির নেতৃত্বেই এবছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে ভারত। দলকে দারুণভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। স্কুল ক্রিকেট থেকে বয়স ভিত্তিক ক্রিকেটের প্রতিটি পর্যায়ে তার ধারবাহিকতাই আসলে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল।

শচীন টেন্ডুলকারও তাই প্রথম দর্শনে পৃথ্বিকে পরামর্শ দিতে ভুলেননি, ‘আমি তাকে বলেছিলাম, কোচদের কাছ থেকে ভবিষ্যতের জন্য সব ধরনের দিক নির্দেশনা গ্রহণ করলেও তার গ্রিপ এবং স্ট্যান্স যেনো না বদলায়। যদি কেউ তোমাকে সেটি করতে বলে, তবে তাকে আমার সঙ্গে কথা বলতে বলবে। কোচিং ভালো কিন্তু একজন খেলোয়াড়কে বেশি ঘষামাজা করা ঠিক নয়।’

পৃথ্বির মাঝে আসলে পরিপূর্ণ প্যাকেজ খুঁজে পেয়েছিলেন শচীন, ‘আপনি যখন একজন স্পেশাল খেলোয়াড়কে দেখতে পাবেন তখন তার মধ্যে বেশি পরিবর্তন আনা ঠিক নয়। পরিপূর্ণ প্যাকেজ হচ্ছে ইশ্বর প্রদত্ত।’

ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন পৃথ্বি। ১৪টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৬.৭২ গড়ে করেছেন ১৪১৮ রান; সেঞ্চুরি ৭টি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮৮ রানের একটি ইনিংস খেলেন পৃথ্বি। বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন ১৩৬ রানের ইনিংস।

অনূর্ধ্ব-১৯ দলে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে পেয়েছিলেন পৃথ্বি। যা ব্যাটিং টেকনিক উন্নতিতে তার জন্য ছিল বিশেষ কিছু। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর এবছরই আইপিএলে অভিষেক হয় পৃথ্বির। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ৯ ম্যাচে ২২২ রানের ইনিংস খেলেন তিনি।

এই পৃথ্বিকে প্রথমবার ব্যাটিং করতে দেখেই পুলকিত ছিলেন টেন্ডুলকার, ‘প্রায় দশ বছর আগে আমার এক বন্ধু পৃথ্বিকে দেখার জন্য বলে। সে আমাকে তার খেলা বিশ্লেষনের জন্য বলে এবং তাকে (পৃথ্বিকে) কিছু উপদেশ দিতে বলে। আমি তার সঙ্গে একটি সেশন কাটিয়েছিলাম। তার উন্নতির জন্য কিছু দিক তুল ধরেছিলাম।’

পৃথ্বিকে সেই প্রথম দেখে টেন্ডুলকার তার বন্ধুকেও একটা কথা বলেছিলেন, ‘তুমি কি দেখেছ? ও ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটার।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ