ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

লিটল মাস্টার মুমিনুলের চোখ এখন ওয়ানডেতে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৫ ১৬:২২:৩৪
লিটল মাস্টার মুমিনুলের চোখ এখন ওয়ানডেতে

তার ১৮১ রানের এই ইনিংসই বাংলাদেশিদের মাঝে বিদেশের মাটিতে সর্বোচ্চ স্কোর। এ ছাড়া পুরো সিরিজে ৭৪.২৫ গড়ে তিনি ২৯৭ রান করেন।

আইরিশ সফর তার জন্য নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন,‘আমি মনে করি আয়ারল্যান্ড সিরিজটি আমার জন্য অনেক শিক্ষণীয় ছিল এবং এটি আমাকে আসন্ন দিনগুলোতে সাহায্য করবে। আমাকে শিখতে হতো কিভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয় সম্পূর্ণ ভিন্ন একটি কন্ডিশনে এবং এটি ছিল আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা।’

এ ছাড়াও আইরিশ সফরের শটগুলো তার জন্য সন্তোষজনক ছিলো বলে তিনি বলেন,

‘এটি সন্তোষজনক ছিল এই অর্থে যে আমি বেশ অনেকগুলো শট খেলতে পেরেছি পুরো সিরিজেই। আমার এর আগে অনেক কম শট ছিল এবং এটিই হয়তো সীমিত ওভারের ক্রিকেটে প্রভাব ফেলেছিল।’

আর এশিয়া কাপে জায়গা পেলেই নিজেকে দলে পাকা করতে পারবেন বলে তিনি মনে করছেন। তার মতে,

‘যদি আমাকে বাছাই করা হয় তাহলে তা অবশ্যই দারুণ হবে, তবে সবথেকে বেশি আমি যেটায় গুরুত্ব দিচ্ছি সেটি হল যদি সুযোগ আসে তবে দলে যেন জায়গা পাকা করতে পারি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ