ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

নিজের প্রচেষ্টায় যতটুকু পেরেছি তাতেই খুশি : মাবিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৫ ১৬:০৭:২২
নিজের প্রচেষ্টায় যতটুকু পেরেছি তাতেই খুশি : মাবিয়া

কমনওয়েলথ গেমসে ১৮০ কেজি ওজন তুলে ব্যক্তিগত রেকর্ড গড়লেও এশিয়াডে সেটি ছাড়াতে বা ছুঁতেও পারেননি মাবিয়া। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলে তুলেন ১৭৮ কেজি। সর্বিক এই ফলে কতটুকু খুশি মাবিয়া? এসএ গেমসে দেশকে সোনা উপহার দেওয়া মাবিয়া বলছেন, নিজ প্রচেষ্টায় যা করেছেন তাতে খুশি তিনি।

সুযোগ-সুবিধা নিয়ে বাংলাদেশের ভারোত্তোলকদের অভিযোগের শেষ নেই। মাবিয়া আক্তার সীমান্ত তো বরাবরই তা নিয়ে উচ্চোকিত। এবার এশিয়ান গেমসে অংশ নেওয়ার আগেও প্রস্তুতি নিয়ে নানা অভিযোগ ছিল তার। আর সেই প্রস্তুতিতে নিজের সেরাটা দেওয়া নিয়েও মনের মাঝে ছিল শঙ্কা।

শুক্রবার নিজ ইভেন্টের প্রতিযোগিতা শেষে মাবিয়া ইন্দোনেশিয়া থেকে মুঠোফোনে পরিবর্তন ডটকমকে বলেন, ‘পারফরম্যান্সে আমি খুশি। কারণ কমনওয়েলথ গেমস থেকে আসার পর মাত্র দেড় মাসের ট্রেনিং পেয়েছিলাম। এত বড় আসরের আগে এই প্রস্তুতিতে কী আশা করা যায়? সেই হিসেবে এই পারফরম্যান্স নিয়ে আমি খুশিই বলতে পারেন। কেউ কোনো সাহায্য করবে না, শুধু নিজের প্রচেষ্টায় আর কতটুকু করতে পারবো।’ মাবিয়ার কণ্ঠে একরকম ক্ষোভই মিশে থাকে।

এশিয়াডের এবারের আসরে মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন মাবিয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ