ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আত্মহত্যা করেছেন বলিউড শিল্পী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৫ ১৩:৫৬:১৯
আত্মহত্যা করেছেন বলিউড শিল্পী

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, অভিজিৎ এর বাড়ির দরজা খোলা অবস্থায় দেখে বাড়ির ভিতর ঢোকেন প্রতিবেশীরা। সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

রণবীর সিং, রণবীর কাপুর, অজয় দেবগণের মতো বলিউডের বহু তারকার সঙ্গে কাজ করেছেন অভিজিৎ (৩২)।তিন মাস আগে স্ত্রী’র সঙ্গে তার বিচ্ছেদ হয়। অভিযোগ, দু’বছরের মেয়ের সঙ্গেও অভিজিৎকে দেখা করতে দিতেন না তার স্ত্রী। এসব কারণেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন এই সম্ভবনাময় নৃত্যশিল্পী। আর সে কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছে পুলিশ।

নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিজিৎ এর দেহ। তার পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। যেখানে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা মেয়েকে ট্রান্সফার করার ইচ্ছার কথা লিখে গিয়েছেন অভিজিৎ।

পুলিশ জানান, গত তিন মাস মেয়েকে নিয়ে নিজের মায়ের সঙ্গে থাকতেন অভিজিৎ এর স্ত্রী। মেয়ের সঙ্গে অভিজিৎকে দেখাও করতে দিতেন না তিনি। সে কারণেই মানসিক অবসাদে ভুগতেন অভিজিৎ। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে