ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমি : মোহাম্মদ আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৫ ১১:৪৫:৫৯
সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমি : মোহাম্মদ আশরাফুল

জাতীয় দলে সুযোগ পেতে হলে তাকে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স করতে হবে বলে মনে করেন তিনি। এনটিভি-কে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘রাতারাতি আমি বাংলাদেশ টিমে যেতে পারব না, এটা আমিও জানি। এই টিমে ঢুকতে হলে আমাকে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স করতে হবে, যেটা আমি ঢাকা প্রিমিয়ার লিগে করেছি।

এটা কিন্তু ক্রিকেট ইতিহাসে প্রথম যে পাঁচটা সেঞ্চুরি হয়েছে। এখন আমার একটা টুর্নামেন্ট খেলা দরকার, যেখানে আমি প্রমাণ করে দিতে পারব যে আমার ফিটনেস কেমন, স্কিল কেমন। সব প্রশ্নের উত্তর সেখানেই দিতে পারব।’

সব না হয় হলোই। কিন্তু মাঝের পাঁচ বছরে যে দেয়াল উঠেছে, তাতে ক্রিকেটকর্তাদের সহানুভূতি আর তাঁর সাবেক ও বর্তমান টিমমেটদের থেকে স্বাগত জুটবে কি? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে আশরাফুল বলেছেন, ‘আমার লাইফে দু-একটা ভুল কাজ করেছি।

সে কারণে আমি কিন্তু প্রায়শ্চিত্তও করেছি। আমি পাঁচ বছর খেলার বাইরে ছিলাম। আবার ভালো মানুষ হিসেবে ফিরে আসতে চাই। এবং দেশকে কিছু দিতে চাই। কারণ আমি বিশ্বাস করি, যেহেতু আমি ব্যাটসম্যান, আমি বাংলাদেশকে আরো পাঁচ-ছয় বছর সার্ভিস দিতে পারব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ