ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

মেসির দুর্দান্ত শটে টুইটারে তোলপাড় (ভিডিওসহ)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৪ ২৩:২৮:১১
মেসির দুর্দান্ত শটে টুইটারে তোলপাড় (ভিডিওসহ)

সেখানে মেসিকে তার জাদুতে একটি শট করতে দেখা যায়। মেসির সেই শট বড়োসড়ো ‘সুইং’ করে মাঠের এক পাশে গল্প করতে থাকা এক ব্যক্তির পা গলিয়ে বেরিয়ে যায়। সেই ব্যক্তিকে তখন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখা যায়। আর এতে অবাক হয়েছে পুরো বিশ্ব।

অবিশ্বাস্য এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ফুটবলপ্রেমীরা দুই ভাগে ভাগ হয়ে পড়েছেন ভিডিওটির সত্যতা নিয়ে। অনেকেই বলছেন অ্যাডিডাসের প্রকাশ করা ভিডিওটি এডিটেড (সম্পাদনা করা)।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই ঘটনার পর আমি নিশ্চিত যে, সে কোন মানুষ না।’

আরেকজন লিখেছেন, ‘পৃথিবীর বুকে সেরা এলিয়েন।’

তবে, এক টুইটার ব্যবহারকারী ভিডিওটিকে ফেক দাবি করে বলেছেন, ‘শেষ দিকে গিয়ে বলটির ছায়া ছিলো না।

আরেকজন লিখেছেন, ‘এটা অ্যাডিডাসের একটি প্রোমো এবং ভিডিওটি এডিট করা।’

ভিডিওটি দেখুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ