ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ঈদে সিয়াম পূজার রেকর্ড

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৪ ২২:৩২:৫০
ঈদে সিয়াম পূজার রেকর্ড

আর এ ছবিতেই বাজিমাত করেছেন সদ্য সিনেমায় নাম লেখানো নায়ক সিয়াম আহমেদ। পর্দায় সিয়াম ও পূজার রসায়নে মুগ্ধ দর্শক। গেলো ঈদুল ফিতরে মুক্তি পেলেও ঈদুল আজহায় এখনো ৭টি হলে চলছে এ ছবিটি।

রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাতে ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা পর্যন্ত যথাক্রমে টানা ১১ ও ১০ সপ্তাহ চলেছে ছবিটি। ঢাকাই ছবির জন্য এটা অনেক বড় রেকর্ড বলে মানছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

এর আগে সিনেপ্লেক্সে সর্বাধিক সপ্তাহ প্রদর্শিত হওয়া ছবির মধ্যে ছিলো অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। ছবিটি স্টার সিনেপ্লেক্সে চলেছিল টানা ২৪ সপ্তাহ প্রদর্শিত হয়েছিল। আর দীপঙ্কর দীপন পরিচালিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ স্টার সিনেপ্লেক্সে একটানা ১১ সপ্তাহ প্রদর্শিত হয়েছিল।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আয়নাবাজি ও ঢাকা অ্যাটাক ছবি দুটি ঈদে মুক্তি পায়নি। পোড়ামন ২ হচ্ছে ঈদের ছবি। ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের কোন ছবি এই প্রথম এতদিন ধরে চলছে।’

অন্যদিকে ব্লকবাস্টারের ম্যানেজার এ এইচ আহমেদ বি সরকার জানিয়েছেন, টানা ১০ সপ্তাহ পোড়ামন ২ চালিয়েও কর্তৃপক্ষ খুশি। এতদিন কোনো ঈদের ছবি এর আগে এখানে প্রদর্শিত হয়নি। তবে এবারের ঈদে পোড়ামন ২’র স্থানে ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’ চালানো হচ্ছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে