ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

2018/08/23/soumya.jpg

আয়ারল্যান্ড সফরে খেলা নিয়ে যে সমস্যা ও সমাধানের বাখ্যা দিলেন সৌম্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৩ ১৬:০৮:১০
আয়ারল্যান্ড সফরে খেলা নিয়ে যে সমস্যা ও সমাধানের বাখ্যা দিলেন সৌম্য

টি-টোয়েন্টি তার নেতৃত্বেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তার যেসব সমস্যা ছিল সেগুলো তিনি ধরতে পেরেছেন বলেও জানিয়েছেন। আর এখন সেই সমস্যাগুলো তিনি শুধরাতেই কাজ করছেন বলেও জানিয়েছেন।

দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে সৌম্য বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে আমার একটি টেকনিক্যাল সমস্যা ছিল, আমি যখন সেই শট খেলতাম তখন আমার শরীরের ভারের সাথে সেটি সামঞ্জস্য হতো না। এটি নিয়ে আমি কাজ করছি।’

তিনি আরো বলেন ‘ওয়েস্ট ইন্ডিজে আমি জোরে শট খেলতে চেয়েছিলাম। ভেবেছিলাম বলটি জোরে আসবে, কিন্তু এটি ছিল একটি স্লোয়ার ডেলিভারি এবং এই কারণে আমার টাইমিং সঠিক ছিল না। এটি আমার রান সংগ্রহ করার মূল শট ছিল। এর আগে পেসার এবং স্পিনার উভয়ের বিপক্ষেই আমি এই শট খেলে রান পেয়েছিলাম। আমি আয়ারল্যান্ডেও এই ধরণের শট খেলে অনেক রান করেছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ