ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের কোচিং এর সময়ে যে অভিযোগ নিয়ে মুখ খুললেন হাথরুসিংহে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৩ ১৫:১০:৪৮
বাংলাদেশের কোচিং এর সময়ে যে অভিযোগ নিয়ে মুখ খুললেন হাথরুসিংহে

সম্প্রতি ইসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচিংয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। সেখানে বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি ভিন্ন চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি যা বিশ্বাস করতাম সেগুলোতে আমি আত্মবিশ্বাসী থাকতাম। আমার সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখতাম। আমি বোর্ড থেকে অনেক সহযোগিতা পেয়েছি।’

বাংলাদেশের কোচ হিসেবে থাকাকালীন অনেক সুনাম কুড়িয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। পাশাপাশি তাকে নিয়ে আছে অনেক অভিযোগও। দল নির্বাচন থেকে শুরু করে সবকিছুতেই তিনি তার ক্ষমতা প্রয়োগ করতেন! এমনকি তার বিরুদ্ধে অভিযোগ আছে যে, খেলোয়াড়দের উপর তিনি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতেন। এজন্য তাকে বলা হতো ‘মাইক্রোম্যানেজার’! তবে এমনটি মানতে নারাজ হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘কোচিং পেশা মানেই দায়িত্ব। অন্যের ওপর চাপিয়ে দেওয়ার থেকে আপনার নিজের ওপর দায়িত্বটা নেওয়া জরুরী। যখন সময় ভালো যাবে কিংবা খারাপ সময় আসবে তখন নেতা হিসেবে আপনাকে তাদের দায়িত্বটা নিতে হবে। আমি মনে করি না আমি একজন ‘মাইক্রোম্যানেজার’ ছিলাম। আমি খেলোয়াড় এবং দলের অন্যান্য স্টাফদের সকল স্বাধীনতা দিয়েছি। যারা বোঝে না তাদের কি করা প্রয়োজন তাদের জন্য আমার কাছে কোনো সময় নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ