ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

যৌনপল্লীতে গিয়ে ধরা খেলেন ৪ ফুটবলার, অতঃপর...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২০ ২১:৫৯:৫৯
যৌনপল্লীতে গিয়ে ধরা খেলেন ৪ ফুটবলার, অতঃপর...

সোমবার সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়া পর তাদের দেশে ফিরিয়ে নেয় জাপান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, চার বাস্কেটবল খেলোয়াড়- ইউয়া নাগাউসি, তাকুমা সাতো, তাকুয়া হাশিমোতো ও কেইতা ইমামুরাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এঘটনা জাপানের জন্য অত্যন্ত লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

আগামী দুই বছর পর টোকিওতে আয়োজিত হতে যাওয়া অলিম্পিক আসরের অন্যতম ব্যবস্থাপক ইয়াসুহিরো ইয়ামাশিতা সংবাদ মাধ্যমের কাছে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

তিনি বলেছেন, ‘বিষয়টি জেনে আমার লজ্জা হচ্ছে। এজন্য আমি ক্ষমা চাইছি। সেইসঙ্গে কথা দিচ্ছি এখন থেকে অ্যাথলেটদের জন্য বিধিনিষেধ ঠিক করে দেয়া হবে।’

জানা গেছে, বৃহস্পতিবার এই চার খেলোয়াড় রাতের খাবারের পর গেমস ভিলেজ থেকে বেরিয়ে যান। যৌনপল্লীতে গিয়ে কয়েকজন নারীকে টাকা দিয়ে হোটেলে নিয়ে উঠেন। ওই সময় তাদেরকে দেখে ফেলেন জাপানেরই এক সাংবাদিক। তখন ঘটনাটি সংবাদমাধ্যমে প্রচার হয়।

এদিকে জাপান বাস্কেটবল দলের প্রধান ইউকো মিতসুয়া এক বার্তায় জানিয়েছেন, ‘এ ঘটনার জন্য জাপানের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। সেইসঙ্গে আমাদের বাস্কেটবল খেলার সমর্থক এবং জাপান অলিম্পিক কমিটির কাছেও ক্ষমা চাইছি।’

দেশে ফেরত পাঠানো ছাড়াও এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থাও নেয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ