ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রিয়াদদের প্রতিশোধের মিশন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২০ ১৬:১১:১০
রিয়াদদের প্রতিশোধের মিশন

টুর্নামেন্টের ১৩তম ও নিজেদের চতুর্থ ম্যাচে সোমবার মাঠে নামছে দলটি। এই ম্যাচে সেন্ট কিটসের প্রতিপক্ষ জ্যামাইকা তালাওয়াস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪ টায়।

তালাওয়াসের বিপক্ষে দ্বিতীয় সাক্ষাতে মাঠে নামছেন সেন্ট কিটস। প্রথম দেখায় তারা তালাওয়াসের বিপক্ষে ৪৭ রানের ব্যবধানে হেরেছিল। এবার প্রতিশোধ নেয়ার পালা মাহমুদুল্লাহদের।

এদিকে, নিজের খেলা প্রথম দুই ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে পারেননি মাহমুদুল্লাহ। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ১৬ রান করেছিলেন এই টাইগার অলরাউন্ডার।

খুব বেশি আহামরি পারফর্মেন্স না করলেও সেই ম্যাচে তাঁর দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস জিতেছিল ৪২ রানের বড় ব্যবধানে। কিন্তু জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচেও ভাগ্য সহায় হয়নি তার।

এই ম্যাচে প্যাট্রিয়টসরা হেরেছে ৪৭ রানে। আর ব্যাট হাতে এবার মাহমুদুল্লাহ সংগ্রহ করেছিলেন ১৫ বলে ২২ রান। যেখানে ছিল ১টি ছয় এবং ২টি চার। নিজের তৃতীয় ম্যাচে ভালো খেলে দলে নিজের জায়গা নিশ্চিত করতে চাইবেন এই বাংলাদেশী তারকা।

জ্যামাইকা তালাওয়াস সম্ভাব্য একাদশ-

কেনার লুইস, গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক), আন্দ্রে ম্যাকার্থি, রস টেইলর, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, স্টিভেন জ্যাকবস, ক্রিসমার সান্টোকি, অ্যাডাম জাম্পা, ওশানে থমাস।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস সম্ভাব্য একাদশ-

ক্রিস গেইল (অধিনায়ক), এভিন লুইস, টম কুপার, ডেভন থমাস (উইকেটরক্ষক), অ্যান্টন ডেভচিচ, মাহমুদুল্লাহ রিয়াদ, বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েট, জেরিমিয়া লুইস, শেল্ডন কটরেল, সন্দ্বীপ লামিচানে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ