ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

চরম নাটকীয়তার ম্যাচে শেষ বলে জ্যামাইকাকে হারাল নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২০ ১২:১৪:০৭
চরম নাটকীয়তার ম্যাচে শেষ বলে জ্যামাইকাকে হারাল নাইট রাইডার্স

প্রথমে টস জিতে জ্যামাইকাকে ব্যাটিংয়ে পাঠান ব্রাভো । শুরুতে ব্যাটিংয়ে এসে লুইস খারি পিয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পরে বিদায় নেন লুইস। এরপর বিদায় নেন স্টিভেন টেইলর (৮) ও রোজ টেইলরও (৭) ।

এরপর ওপেনার পিলিপসের সাথে ঝুটি বাধেন মিলার। খেলেন এক অতিমানবীয় ইনিংস। দু’জনের ব্যাটিং তাণ্ডবে প্রতিপক্ষের বোলারদের অক্সিজেন প্রায় বন্ধের পথে। পিলিপস ৫৫ বলে ৮০ রান করে ব্রাভোর বলে ক্যাচ দিয়ে ফিরেন। পিলিপসের পরে তালোয়াশের আরো তিন ব্যাটসম্যান বিদায় নেন। অবশ্য তারা ছিলেন আসা-যাওয়ার মাঝে বলার মতো রান পাননি। তবে এক প্রান্ত থেকে তাণ্ডব চালান মিলার। তিনি শেষ পর্যন্ত থেকে অপরাজিত ৩৪ বলে ৭২ রান করেন। আর তাতে ব্রাভোদের লক্ষ্য দাঁড়ায় ১৮৩।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার হারিয়ে চরম বিপদে পরে নাইট রাইডার্স। কোন রান না করে প্রাভিলিয়নের পথ ধরেন ওপেনার সুনীল নারিন। ২ রান করে নারিনের পথেই হাটেন ক্রিস লিন। আর তাতে কালো মেঘ দেখা দেয় ব্রাভোদের আকাশে। তবে সব মেঘ সরিয়ে দলকে আলোর পথে নিয়ে আসেন মুনরো ও জুনয়ির ব্রাভো। মুনরো ৫১ বলে ৬৭ ও ড্যারেন ব্রাভো ৩৫ বলে ৫০ করে ফিরলে ফের বিপদে পরে নাইট রাইডার্স।

জ্যামাইকার নিশ্চিত জয়ের ম্যাচে শেষ মুহুর্তে সিনিয়র ব্রাভোর তাণ্ডব। ১১ বলে ৩৬ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান কাপ্তান। ১৯ ওভার ও ৩ বলের সময় কাটা পড়েন ব্রাভো। তখন দলীয় স্কোর ১৭৭। জয়ের জন্য চাই ৬ রান। হাতে বল তিনটি। একপ্রান্তে ব্যাট হাতে জ্যাভন সেয়ারলেস। শ্বাসরুদ্ধকর পনরিস্থিতি। তবে শেষ হাসি নাইট রাইডার্সের। শেষ বলে জয় নিয়ে মাঠে ছাড়ে ব্রাভোর দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ