ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

এনগেজমেন্টে প্রিয়াঙ্কাকে কী দিলেন শ্বশুর-শাশুড়ি?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২০ ১১:০৪:৩২
এনগেজমেন্টে প্রিয়াঙ্কাকে কী দিলেন শ্বশুর-শাশুড়ি?

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কিছুদিন আগেই প্রিয়াঙ্কার আঙুলে একটি বড় হিরের আংটি দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল ওই আংটি তাকে দিয়েছেন নিক। একটি বিশেষ হিরে প্রস্তুতকারক সংস্থা থেকে নিজেই পছন্দ করে ওই আংটি কিনেছিলেন নিক।

শুক্রবার নিকের বাবা-মা যখন মুম্বাইতে আসেন তখন তাদের হাতেও ওই একই সংস্থার একটি বড় প্যাকেট দেখা গিয়েছিল। সকলেই ধরে নিয়েছিলেন, ওই প্যাকেটে তাদের পরিবারের নতুন সদস্য অর্থাৎ প্রিয়াঙ্কার জন্যই উপহার ছিল। রোববার সন্ধ্যাতে ‘রোকা’র পর প্রিয়াঙ্কার হাতে একটি হিরের ব্রেসলেট দেখা গেছে। মনে করা হচ্ছে, নিকের বাবা-মায়ের তরফে ওই উপহার পেয়েছেন প্রিয়াঙ্কা।

শনিবার ‘রোকা’তে নিকের বাবা-মা ডেনিস এবং কেভিন জোনাস হাজির ছিলেন। তাদের পরনে ছিল ভারতীয় পোশাক। প্রিয়াঙ্কাই তাদের পোশাক পছন্দ করে দিয়েছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে