ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতের রাজত্ব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২০ ১০:৫১:২০
<p>ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতের রাজত্ব</p>

তৃতীয় টেস্টের আগে সবচেয়ে বেশি সমালোচনা শুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ভারতের জেনুইন পেস অল রাউন্ডার ভাবা হচ্ছিল তাকে। অথচ প্রথম দুই টেস্টের পারফরম্যান্সের পর তাকে অল রাউন্ডার মানতেই নারাজ ছিলেন মাইকেল হোল্ডিং ও হরভজন সিংয়ে মতো সাবেকরা। কিন্তু সেই পান্ডিয়ার দুর্ধর্ষ এক স্পেলেই রোববার গুড়িয়ে গেছে ইংলিশ ব্যাটিং লাইন আপ। মাত্র ২৯ বলের এক আগুনঝরা সুইং স্পেলে তুলে নিয়েছেন তিনি ৫ উইকেট।

এদিন লাঞ্চের ঘণ্টা খানেক আগে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। তার আগে আগের দিনের ৩০৭ রানের সাথে ২২ রান যোগ করে ৩২৯ রানে অল আউট হয় ভারত। মূলত আজিঙ্কা রাহানে ও বিরাট কোহলির ১৫৯ রানের জুটিতে সফরে প্রথমবারের মতো তিনশোর্ধ রানের সংগ্রহ গড়ে সফরকারীরা। রাহানে ৮১ ও কোহলি ৯৭ রান করেন। ইংলিশদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। কিন্তু ব্যক্তিগত ২৯ রানের অ্যালিস্টার কুক আউট হয়ে গেলে ব্যাটিং বিপর্যয় শুরু হয় স্বাগতিকদের। কুকের পরপরই সাজঘরে ফিরে যান অন্য ওপেনার কিটন জেনিংসও (২০)। ইংল্যান্ডর রান তখনও ৫৪। তারপর শুধু ধারাবাহিক উইকেট পতনের ইতিহাস। যে ইতিহাসের মূল নায়ক ২৪ বছর বয়সী পান্ডিয়া।

এদিন পান্ডিয়ার প্রথম শিকার হন ইংলিশ অধিনায়ক জো রুট। তারপর একে একে তিনি নেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, আদিল রশিদ ও স্টুয়ার্ট ব্রডের উইকেট। টেস্টে এই প্রথম ৫ উইকেট নিয়েছেন তিনি। আর পান্ডিয়ার এই উদযাপনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৩৮.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২টি করে উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা। এছাড়া মোহাম্মদ শামি নিয়েছেন ১ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ