ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে যে অল্প রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৯ ২২:৩৫:৩৫
পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে যে অল্প রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ভারতের ৩২৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার কুক ও জেনিংস মিলে যোগ করেন ৫৪ রান। তবে লাঞ্চ বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরেই পরপর দুই বলে কুক ও জেনিংস বিদায় নিলে ধস নামে ইংলিশ শিবিরে। পান্ডিয়া-বুমরাহদের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড৷

বিশেষ করে পান্ডিয়া ছিলেন দুর্দান্ত। বিনা উইকেটে ৫৪ রান থেকে ১২৮ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। এর মধ্যে ৬ ওভারের এক স্পেলে পান্ডিয়া একাই নেন ৫ উইকেট। তখন ফলোঅনে পরারও শঙ্কায় পড়ে ইংল্যান্ড। তবে শেষ ব্যাটসম্যানকে নিয়ে বাটলার ৩৩ রান যোগ করলে শেষ পর্যন্ত ১৬১ রানে অলআউট হয় ইংল্যান্ড৷ দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জশ বাটলার।

ভারতের পক্ষে হার্দিক পান্ডিয়া ৫টি এছাড়া ইশান্ত শর্মা ও বুমরাহ ২টি করে উইকেট নেন।

এর আগে আজ টেস্টের দ্বিতীয় দিন সকালেই নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হয় ভারত। ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ভারত আজ মাত্র ২২ রান যোগ করতেই হারায় বাকি ৪ উইকেট। ফলে প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হয় ভারতীয়রা৷ দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান করেন কোহলি ও ৮১ রান করেন রাহানে।

ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস, জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড প্রত্যেকে ৩টি করে উইকেট নেন।

গতকাল প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ভালোই করে ভারত৷ ওপেনিং জুটিতে শিখর ধাওয়ান ও কেএল রাহুল যোগ করেন ৬০ রান। তবে ব্যাক্তিগত ৩৫ রান করে ধাওয়ান বিদায় নিলেই খেই হারায় ভারত। এরপর দ্রুতই চেতেশ্বর পুজারা ও রাহুল বিদায় নিলে ৮২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

তবে এরপর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কে রাহানে৷ চতুর্থ উইকেটে এই জুটি ১৫৯ রান যোগ করে দলকে বিপদমুক্ত করেন৷ দুজনেই তুলে নেন নিজেদের অর্ধশতক। তবে সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থেকে রাহানে ৮১ রান করে ফিরে গেলে কিছুক্ষণ পর আরো বড় আক্ষেপ নিয় ফিরেন কোহলি৷ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে ব্যাক্তিগত ৯৭ রানে আদিল রশিদের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

তবে ততক্ষণে দলের জন্য একটি শক্ত ভিত গড়ে দিয়ে যান ভারতীয় অধিনায়ক। এরপর দিনের শেষ ওভারে অ্যান্ডারসন হার্দিক পান্ডিয়াকে ফেরালে ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে প্রথম দিন শেষ করে ভারত। দিন শেষে অভিষিক্ত ঋষভ পান্ট অপরাজিত ছিলেন ২২ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত ১ম ইনিংস : ৩২৯/১০ কোহলি- ৯৭, রাহানে- ৮১। ওকস – ৩/৭৫, অ্যান্ডারসন- ৩/৬৪, ব্রড- ৩/৭২।

ইংল্যান্ড ১ম ইনিংস : ১৬১/১০, বাটলার- ৩৯, কুক- ২৯। পান্ডিয়া- ৫/২৮, ইশান্ত- ২/৩২।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ