ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

আইসিসির পেইজে বাংলাদেশের শর্টপিচ ক্রিকেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৯ ২২:১৭:০৩
আইসিসির পেইজে বাংলাদেশের শর্টপিচ ক্রিকেট

ফেসবুক পেজে ও টুইটারে ছবিটি পোস্ট করে আইসিসি লিখেছে, A reverse slip cordon?! It’s clearly thrown this batsman off!

ক্যামেরাম্যান মোহাম্মদ উল্লাহ ফাহাদকেও ধন্যবাদ জানিয়ে ‘আইসিসি ফ্যান অফ দ্যা উইক’ নির্বাচিত করেছে আইসিসি।

এই খেলাটা রোদের সময় গাছের ছায়ায় বেশি খেলে থাকে গ্রাম অঞ্চলের ক্রিকেটারা। বিশেষ করে রমজান মাসে। খেলায় নিয়মঅনুযায়ী শুধু চার মারলে ব্যাটসম্যানের খাতায় রান যোগ হয়। আর ছক্কা মারলে ব্যাটসম্যানকে আউট বলে গন্য করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ