ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রেম, বিয়ে-ডিভোর্স, অজানা কথা জানালেন জয়ার সাবেক স্বামী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৯ ২১:৪৯:২৩
প্রেম, বিয়ে-ডিভোর্স, অজানা কথা জানালেন জয়ার সাবেক স্বামী

জয়া ও তার অনেক অজানা কথাই দর্শকদের জানাবেন তিনি। বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ৭টা।

উল্লেখ্য, নব্বই দশকের অসম্ভব জনপ্রিয় মডেল ও পরিচিত মুখ ফয়সাল। দীর্ঘ সময় ধরে ক্যামেরার আড়ালে তিনি। বলা যায় জয়ার সঙ্গে বিচ্ছেদের পর ফয়সালকে তেমন একটা দেখা যায়নি। মানসিকভাবে বিপর্যস্তই ছিল সেটার মূল কারণ।

জয়া-ফয়সালের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর ধানমন্ডিতে একটি ফাস্টফুডের দোকানও খোলেন তারা। কিন্তু হঠাৎ অজানা কিছু বিষয় নিয়ে মনোমালিন্যের ঝড় বইতে শুরু করে তাদের মধ্যে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

শোনা যায়, স্বামী ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স লেটার পাঠান জয়া।

ফয়সাল বর্তমানে রেস্টুরেন্ট, বুটিক হাউজ ও এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টের ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া, সাবেক হকি খেলোয়াড়দের নিয়ে ‘ভ্যাটারান হকি বাংলাদেশ’ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। শোবিজে তিনি ফয়সাল আহসান নামে পরিচিত হলেও তার আসল নাম মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ।

বহুদিন ধরে তিনি ক্যামেরা থেকে দূরে থাকলেও সম্প্রতি এ অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হচ্ছেন। সেখানে নিজের সম্পর্কে নানা তথ্য জানিয়েছেন সাবেক এই অভিনেতা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে