ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

অপরিবর্তিত সূচিতেই মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৯ ১৯:০৬:১৫
অপরিবর্তিত সূচিতেই মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ

তবে আলোচনার পরেও সূচি পরিবর্তনের আবেদন নাকজ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), এমনই তথ্য দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সিইও রাহুল জহুরির। এ বিষয়ে তিনি জানিয়েছেন সবকিছু প্রস্তুত হয়ে যাওয়াতে এখন আর টুর্নামেন্টের সূচিতে কোন পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না।

ভারতের প্রাক্তন ক্রিকেটাররা এশিয়া কাপের সূচি পরিবর্তন নিয়ে জোর দাবী তুলেছিলেন। কিন্তু রাহল জহুরি জানিয়ে দিয়েছেন আগের সূচিতেই মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ।

এশিয়া কাপে গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান। সেই সঙ্গে কোয়ালিফাই পর্ব উত্তীর্ণ করে আর একটি দল খেলবে এই গ্রুপে। অন্যদিকে বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ পর্বের ম্যাচ খেলার পর দুটি গ্রুপ থেকে চারটি দল রাউন্ড এন্ড রবিন ফর্ম্যাটে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ