ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের দারুন সুখবর দিলেন প্রধান নির্বাচক নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৯ ০০:৪০:১৭
<p>জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের দারুন সুখবর দিলেন প্রধান নির্বাচক নান্নু</p>

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্ভব হলে সেখানে জাতীয় দলের ট্রেনাররা থাকবেন বলেও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “আমরা একটি মিটিং করেছি। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক পেইড ক্রিকেটার আছে।

প্রথম শ্রেণির ক্রিকেটের ক্রাইটেরিয়া ও ফিটনেস নিয়ে আমরা আলোচনা করেছি মিটিংয়ে, যেটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমরা শুরু করব। আমাদের জাতীয় দলে থাকা ক্রিকেটারদের সাথে তাদের ফিটনেসের লেভেল একই রকম রাখা যায় কি না, এটি নিয়ে ফিটনেস ট্রেইনার যারা আছে, তারা কাজ করবে।’

টেস্টে উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন নান্নু। পুরনো প্রতিশ্রুতি আরেকবার দিতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এটি নিয়ে আমরা কাজ করছি। টুর্নামেন্ট শুরুর দুই থেকে তিন সপ্তাহ আগে আমাদের একটি মিটিং আছে। এরপর স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করব।

এনসিএলের স্ট্যান্ডার্ড ঠিক রাখতে চাই। আমরা টেস্ট ক্রিকেটে যদি ভালো ফলাফল চাই, তাহলে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটকে একটি প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসতে হবে। সেই হিসেবে আমি মনে করি, সবারই ইনভলভমেন্ট লাগবে এখানে। আশা করছি, এই বছর থেকে আমরা ভালো কিছু শুরু করতে পারব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ