ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

অন্যরকম মাইলফলকের সামনে তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৯ ০০:১৭:২৯
<p>অন্যরকম মাইলফলকের সামনে তামিম</p>

আর মাত্র ৬১ রান করলে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ১২ হাজারি রানের ক্লাবে নাম লিখাবেন চট্টগ্রামের খান সাহেব। আর এই রেকর্ডটি হয়ত করা হবে আরব আমিরাত। কারণ সামনের মাসেই বসছে এশিয়া কাপের আসর। এশিয়া কাপের আগে অন্য কোন খেলার সূচি নেই বাংলাদেশের। তাই ১২ হাজারি ক্লাবে নাম লিখাতে হলে অপেক্ষা করতে হবে এশিয়া কাপ পর্যন্ত।

এর পাশাপাশি আরো একটি রেকর্ড গড়বেন তামিম। আর মাত্র ৩৬ রান হলে টপকে যাবেন সাবেক উইন্ডিজ ব্যাটসম্যান রামনারেশ সারওয়ানকে। তিন ফরম্যাট মিলিয়ে সারওয়ানের সংগ্রহ ছিল ১১৯৪৪ রান। শুধু তাই নয়, পুরো এশিয়া কাপ টুর্নামেন্টে তামিম ২৫৯ রান সংগ্রহ করতে পারলে ক্যারিবিয়ান কিংবদন্তী রিচি রিচার্ডসনকে টপকে যেতে পারবেন।

অবসরের আগে মোট ১২১৯৭ রান সংগ্রহ করেছিলেন রিচার্ডসন। যদিও এশিয়া কাপে এই কীর্তি গড়াটা কঠিনই হবে তামিমের জন্য। তবে ১২ হাজারি ক্লাবে নাম লিখাবেন এমনটা খুব সহজে বলা যায়।

কেননা বর্তমানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২৮৭ রান সংগ্রহ করেছিলেন তিনি (২টি সেঞ্চুরি, ১ টি হাফসেঞ্চুরি)।

উল্লেখ্য, তামিমের পর বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। তার সংগ্রহ ১০৪৯৩ রান। তৃতীয়স্থানে মুশফিকুর রহিম। তিন ফরম্যটে তার সংগ্রহ ৯৬৫৮ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ