ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

বিপিএলে আশরাফুলকে দলে নিতে এখনই মরিয়া যারা…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ২৩:৫১:৫৬
<p>বিপিএলে আশরাফুলকে দলে নিতে এখনই মরিয়া যারা…</p>

বিপিএলের এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন,‘আশরাফুলের মতো ক্রিকেটারের চাহিদা থাকলেও বাস্তবতা ভিন্ন। ধরে নিলাম তিনি খেলার জন্য প্রস্তুত।

কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে কিছু নৈতিকতার প্রশ্নও। যদি তাকে দলে নেই। আর কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আশরাফুলের দিকে আঙুল যাবে না তার নিশ্চয়তা কী! আশরাফুল যদি ম্যাচে ক্যাচ মিস করেন তাহলে সেটা নিয়ে কানাঘুষা হবে।

সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ তিনি নিজেই জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিল আশরাফুলকে ড্রাফট লিস্টে রাখলে তাকে নিতে আপত্তি নেই সিলেটের।

তিনি বলেন,‘আমি সবার কথাতো বলতে পারবো না কে কিভাবে চিন্তা করে। তবে, আশরাফুলকে নিতে আমরা কোনো দ্বিধা করবো না যদি বিসিবি তাকে তালিকাভুক্ত করে। বিসিবি তার নাম খেলোয়াড়দের তালিকাতে রাখলে আমাদের যারা দল নির্বাচন করবে তারা চাইলে আশরাফুল খেলতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ