ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপের আগেই স্থায়ী সঙ্গী পাওয়ার আশায় তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ২৩:১৬:৪৬
<p>বিশ্বকাপের আগেই স্থায়ী সঙ্গী পাওয়ার আশায় তামিম</p>

এই কারণে অনেকের ভাষ্যমতে, এখন পর্যন্ত যারা ওপেনিং পজিশনে ব্যাটিং করতে এসেছে তাদের কেউই নিজেদের দায়িত্ব সম্পর্কে সিরিয়াস নন। যদিও টাইগার ওপেনার তামিম এমনটা মানতে একেবারেই নারাজ।

তামিমের মতে তাঁর সঙ্গে যারা খেলতে নামেন তারা সর্বদাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেন। ক্রিকেটার হিসেবে মাঝে মাঝে খারাপ সময় আসতে পারে বলেও বিশ্বাস করেন তিনি। এই অভিজ্ঞ টাইগার ওপেনার বলেছেন,

'ওদের কারও যোগ্যতা নিয়ে আমরা সংশয় নেই। আমার সঙ্গে যারাই ওপেন করেছে, সবারই সামর্থ্য আছে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার। আমার কাছে মনে হয়, একটি-দুটি ম্যাচে ভালো ইনিংস খেলতে পারলে সেই আত্মবিশ্বাস নিয়েই ওরা দলে থিতু হতে পারবে।'

আগামী বছরের বিশ্বকাপের আগেই একজন ভালো ওপেনিং সঙ্গী পেয়ে যাবেন বলে বিশ্বাস করছেন তামিম ইকবাল। বিশেষ করে পর্যাপ্ত সুযোগ পেলে যে কেউই নিজেদের প্রমাণ করতে সক্ষম উল্লেখ করে তিনি বলেন,

'বিশ্বকাপের বেশি দিন নেই। তবে আমাদের অনেক খেলা আছে। টিম ম্যানেজমেন্ট যাদের নিয় ভাবছে, আশা করি তাদের যথেষ্ট সময় দেওয়া হবে। পর্যাপ্ত সুযোগ পেলে আশা করি ওরা ভালো করবে। তারা।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ