ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

কোরবানির জন্য ১টি ছাগল ও ২টি গরু কিনলেন তাসকিন ? জেনেনিন দাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ২১:৩৬:১৪
<p>কোরবানির জন্য ১টি ছাগল ও ২টি গরু কিনলেন তাসকিন ? জেনেনিন দাম</p>

কোরবানির গরু ও ছাগলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাসকিন শেয়ার করেছেন।সেখানে তিনি লিখেছেন, আমাদের কোরবানির গরু ও ছাগল।

পিঠের চোট নিয়ে দীর্ঘ চার মাস মাঠের বাহিরে থাকার পর অনুশীলুনে ফেরেন পেসার তাসকিন আহমেদ। সেখানে হাতের তালুতে বলে লেগে সাতটি সেলাই লাগে। এরপর সেই চোট সারিয়ে বাংলাদেশ ‘এ’ হয়ে আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন এই ডান হাতি পেসার।

কিন্তু এই সফর সুখের হয়নি তাঁর।বের হতে পারলেন না ইনজুরির বৃত্ত থেকে।দেশে ফিরলেন সেই চোট নিয়ে।সাতটি সেলাইয়ের সেই ইনজুরি হাতে আরও দুই সেলাই দিতে হয়েছে।ইনজুরি আগের থেকে এখন অনেক ভালো।হয়তো ঈদের পরেই আবারো মাঠে ফিরবেন এই ডান হাতি পেসার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ