ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে বোলিংয়ে সেরা দশের নাম প্রকাশ, স্থান পেলেন তিন টাইগার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১৮:৪৫:০৭
<p>এশিয়া কাপে বোলিংয়ে সেরা দশের নাম প্রকাশ, স্থান পেলেন তিন টাইগার</p>

এদিকে এশিয়া কাপের এখন পর্যন্ত হওয়া ১৩ আসরের বিবেচনা করে সেরা বোলারদের তালিকায় শীর্ষ পাঁচে লঙ্কান বোলাদের আধিপত্য। সেরা পাঁচ বোলারের ৪ জনই তাদের। আর পঞ্চম স্থানটি রয়েছে পাকিস্তানিদের দখলে।

সব থেকে বেশি উইকেট নিয়ে এশিয়া কাপের সেরা বোলার মুত্তিয়া মুরালিধরন। কিংবদন্তি এই স্পিনারের উইকেট ৩০টি। ২৪ ম্যাচে এই ৩০ উইকেট নিয়েছেন তিনি।

দুই নম্বরে থাকা বোলারটি লাসিথ মালিঙ্গা। মাত্র ১৩টি ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছেন তিনি। তালিকার তিনে রয়েছে বিখ্যাত লঙ্কান বোলার অজন্তা মেন্ডিস। মাত্র ৮ ম্যাচেই তার উইকেট ২৬টি।

এরপর তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানি তারকা সাইদ আজমলের। ২৫টি উইকেট এই পাক তারকার। আর পঞ্চম স্থানে আছেন লঙ্কান সাবেক পেসার চামিন্দা ভাস।

এই তালিকায় বাংলাদেশী তারকা আব্দুর রাজ্জাক আছেন তালিকার আট নম্বরে। এক মাত্র বাংলাদেশী হিসেবে তালিকার সেরা দশে আছেন তিনিই। রাজ্জাকের উইকেট সংখ্যা ২২টি।

এরপর ১৭ উইকেট নিয়ে তালিকার ১২তম স্থানে আছেন সাকিব আল হাসান। সাকিবের সমান ১৭ উইকেট নিয়ে ১৩তম স্থানে আছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ