ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

মুশফিকই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান: তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১৮:৩০:৩১
<p>মুশফিকই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান: তামিম</p>

মুশফিক দলের প্রয়োজনে কখনো চার আবার কখনো পাঁচেও ব্যাট করতে হয়। এই অবস্থানে ব্যাটিং করা কতটা কঠিন তা সবারই জানা।

বেসরকারি টেলিভিশন ‘এনটিভিকে’ দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা জানিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

দলের চাপের মধ্যেও নিজের সেরাটা খেলে থাকেন মুশফিক রহিম, যার প্রমাণ তিনি দিয়েছেন নিদাহাস ট্রফিতেই। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভাল করেছেন মুশফিক রহিম।

তবে জয়ের দ্বারপ্রান্তেও বারবার পরাজয়ের সাক্ষী হন মুশফিক রহিম। সেই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাথের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও। শেষ মুহূর্তে মানসিক চাপের কারণে পরাজয় বরণ করা লাগে বাংলাদেশকে।

তাই বাংলাদেশের জয়-পরাজয়ে মুশফিকের অবদান অনেক বেশি থাকে বলে মনে করেন তামিম ইকবাল।

এ ব্যাপারে তামিম বলেন, ‘ও বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটসম্যান। বাংলাদেশের জেতা-হারার জন্য আমার মনে হয় ও অনেক বড় বিষয়। কারণ যে গতিতে সে রান করে, যে সময়ে ক্রিজে আসে, সেটা খুব সোজা নয়।

‘যাঁরা হয়তো বা খেলা বোঝেন না, তাঁরা কখনো বুঝতে পারবেন না, যখন সে ব্যাটিং করতে আসে, সে সময়ে চাপ কত বেশি থাকে। সম্ভবত অনেক সময় প্রথম বল থেকে তাঁকে বড় শট খেলতে হয়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ