ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

এবার ‘বেঈমান’ নিয়ে আসছেন ‘অপরাধী’ খ্যাত আরমান আলিফ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১৭:১০:৪০
এবার ‘বেঈমান’ নিয়ে আসছেন ‘অপরাধী’ খ্যাত আরমান আলিফ

নতুন খবর হলো, ‘অপরাধী’ চমকের পর আরমান আলিফ নতুন গান নিয়ে আসছেন কোরবানি ঈদে। গানের পাশাপাশি তাকে দেখা যাবে গানটির ভিডিওতেও।

আজ শনিবার (১৮ আগস্ট) দুপুরে সিএমভি’র ব্যানারে মুক্তি পেয়েছে আরমান আলিফের নতুন গানের ভিডিওটি। এর নাম ‘বেঈমান’। ‘অপরাধী’র পর এটাই নতুন কোনো গানের ভিডিও প্রকাশ পেল তার। যথারীতি গানটির কথা-সুর করেছেন আরমান নিজেই। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

গানটির ব্যায়বহুল ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে আরমান আলিফের উপস্থিতি ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা। আর পুরো গান-ভিডিওটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান লিমন।

গল্পনির্ভর গান-ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘সিএমভির সঙ্গে এই কাজটি করতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘বেঈমান’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি- সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই আরামদায়ক বিষয়। আশা করছি ‘অপরাধী’র মতো ‘বেঈমান’ও শ্রোতা-দর্শকের মন জয় করবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে