নেইমারকে ৩০০ মিলিয়নে কিনতে তৈরি রিয়াল!

গত শীতকালীন দলবদল উইন্ডো থেকেই নেইমারের পিছু নিয়েছিল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ জায়ান্টরা নিজেদের পরিকল্পনাটাই করেছিল নেইমারকে ঘিরে। ব্রাজিলিয়ান এই তারকাকেই বানিয়ে ফেলে ক্রয় তালিকার এক নম্বর টার্গেট। কিন্তু নেইমার এবং পিএসজির ‘ না’ রিয়ালের সেই পরিকল্পনায় জল ঢেলে দেয়। বিশ্বকাপের পর নেইমার প্রকাশ্যেই জানিয়ে দেন, তিনি কোথাও যাচ্ছেন না। থাকছেন পিএসজিতেই। পিএসজিও স্পষ্ট করে জানিয়ে দেয় নেইমারকে বিক্রি করা হবে না।
এরপর নেইমার-রিয়ালের গুঞ্জনটা নিভেই গিয়েছিল। কিন্তু হঠাৎই ছাই-চাপা আগুন হয়ে গুঞ্জনটা আবার জ্বলে উঠল দাউ দাউ করে। স্পোর্টসের খবর, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নেইমারের জন্য ৩০০ মিলিয়ন ইউরো আলাদা করে রেখেছেন। তিনি অপেক্ষায় আছেন মোক্ষম সময়ের জন্য।
এই মোক্ষম সময়ের বিষয়টি কি? পিএসজির উপর উয়েফার সম্ভাব্য শাস্তি! গত মৌসুমে বার্সেলোনা থেকে এক রকম জোর করে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় কিনে নেয় পিএসজি। কিন্তু নেইমারের সঙ্গে পিএসজির চুক্তির প্রক্রিয়া নিয়ে ইউরোপের অনেক ক্লাবই প্রশ্ন তুলে।
এমনকি প্রশ্ন তুলেছিল বার্সেলোনা এবং লা লিগা কর্তৃপক্ষও। লা লিগা তো পিএসজির বিরুদ্ধে উয়েফার কাছে চুক্তির অনৈতিক প্রক্রিয়া নিয়ে অভিযোগও দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই চুক্তির প্রক্রিয়া নিয়ে তদন্ত করে যাচ্ছে উয়েফা।
চুক্তির ২২২ মিলিয়ন ইউরো পরিশোধে বিশেষ একটা পন্থা অবলম্বন করে পিএসজি। ফরাসি ক্লাবটির মালিকানাধীন প্রতিষ্ঠান কাতার স্পোর্টস ইনভেস্ট কোম্পানি প্রথমে নেইমারের সঙ্গে ৩০০ মিলিয়ন ইউরোর একটা বিজ্ঞাপনী চুক্তি করে।
বিজ্ঞাপনী চুক্তির সেই টাকা থেকেই নেইমারের রিলিজ ক্লজ হিসেবে ২২২ মিলিয়ন ইউরো বার্সেলোনাকে পরিশোধ করা হয়। মানে বোঝানো হয়, নেইমার নিজের বিজ্ঞাপনী চুক্তির টাকা থেকেই বার্সেলোনাকে নিজের রিলিজ ক্লজের টাকাটা পরিশোধ করেছেন!
কিন্তু এই প্রক্রিয়াটা ইউরোপিয়ান দলবদল আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা, সেটাই তদন্ত করছে উয়েফা। প্রথম তদন্তের পর পিএসজির পক্ষেই রায় দিয়েছিল উয়েফা। বলে দিয়েছিল, চুক্তির প্রক্রিয়াটা ঠিকই আছে। কিন্তু অন্য ক্লাবগুলোর চাপে চূড়ান্ত তদন্ত করে যাচ্ছে উয়েফা।
গণমাধ্যমে গুঞ্জন, উয়েফাকে নতুন করে তদন্ত করে তলেতলে উসকানি দেয় রিয়ালও। শুধু তাই নয়। রিয়াল সভাপতি পেরেজ নাকি আশাবাদী, চূড়ান্ত তদন্তে উয়েফার রায়টা পিএসজির বিপক্ষেই যাবে। মানে নেইমারকে ছেড়ে দেওয়ার চাপও দিতে পারে উয়েফা! আর পেরেজ নাকি সেই অপেক্ষাই করছেন।
তদন্ত শেষে এই সপ্তাহেই রায় জানানোর কথা উয়েফার। আর রায় ঘোষণার পরই নেইমারের জন্য ঝাপিয়ে পড়বে রিয়াল। কারণ পেরেজ নাকি জানতে পেরেছেন, পিএসজির উপর নেইমারকে বিক্রি করে দেওয়ার চাপই দিতে যাচ্ছে উয়েফা। আর এই বিষয়টা পেরেজ নাকি আগে থেকেই জানেন। তাই নেইমার এবং পিএসজি ‘না’ করে দেওয়ার পর তিনি আশা ছাড়েননি। বরং নেইমারকে কেনার জন্য টাকা গুছিয়ে রেখেছেন।
রিয়ালের এই টাকা গুছিয়ে রাখার বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কাও। ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ার পরও রিয়াল তার বিকল্প কাউকে এখনো কিনেনি। কেন? এই কেন’র উত্তর খুঁজতে গিয়েই মার্কা আবিষ্কার করেছে, নেইমারের জন্যই অন্য কাউকে কিনেনি রিয়াল। মানে অন্য কাউকে কিনে তহবিল শুন্য করতে চাননি পেরেজ। টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে রেখে তিনি বরংয় অপেক্ষা করছেন নেইমারের জন্য।
নতুন করে উঠা এই গুঞ্জন-আগুন যে সামনের কয়েকটা দিনে আরও গনগনে হবে, সেটা স্পষ্টই।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা