ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ফাইনালে ভারতের বিপক্ষে নামার আগে যা বললেন বাংলাদেশ কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১৫:১৬:২৪
<p>ফাইনালে ভারতের বিপক্ষে নামার আগে যা বললেন বাংলাদেশ কোচ</p>

গতবার প্রথম আসরের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজ শনিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল।

এদিকে কোচ গোলাম রব্বানী ছোটন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই জয়ের আশাবাদ জানালেন।

“যেভাবে আমরা সাত মাস ধরে প্রস্তুতি নিয়েছি, এ প্রতিযোগিতার গ্রুপ পর্ব এবং সেমি-ফাইনাল মিলিয়ে তিন ম্যাচে যেভাবে খেলেছি, ফাইনালে সেভাবেই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। শিরোপা জয়ের জন্য এ ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিব। যখন আমরা এ প্রতিযোগিতায় খেলতে এসেছিলাম, তখন এটাই আমাদের লক্ষ্য ছিল।”

গোলরক্ষক মাহমুদা আক্তার জানালেন, সেমি-ফাইনালে স্বাগতিক ভুটানকে হারিয়ে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ভারত ম্যাচেও গোলপোস্ট আগলে রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

“সেমি-ফাইনালে স্বাগতিক ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে ফাইনালে ওঠায় আমি ভীষণ খুশি। এখন আমরা সেরাটা দিয়ে শিরোপা জয়ের জন্য আরও সিরিয়াস। একজন গোলরক্ষক হিসেবে গত তিন ম্যাচের মতো ফাইনালেও আমি পোস্ট রক্ষা করব।”

গত তিন ম্যাচে গোল করা তহুরা খাতুন দিয়েছেন ভারতের জালে গোল উৎসব করার প্রতিশ্রুতি।

“আমরা ফাইনালে উঠেছি। এখন আমরা আবারও শিরোপা উঁচিয়ে ধরার জন্য ভারতের বিপক্ষে শতভাগ দিব। যত দ্রুত সম্ভব আমি ফাইনালে গোল করতে চাই, যে কাজটা আমি দলের হয়ে এ প্রতিযোগিতার গত ম্যাচগুলোতে করেছি।”

অধিনায়ক মারিয়া মান্ডার চাওয়া শুরু থেকে তার সতীর্থরা যেন ভারতকে চাপে রেখে গোল আদায় করে নেয়।

“এটা আমাদের ফাইনাল ম্যাচ; আমরা প্রস্তুত এবং একটা দল হয়ে ভারতকে হারিয়ে শিরোপা জেতার জন্য সর্বোচ্চটা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা শুরু থেকে ভারতকে চাপ দিব এবং যত দ্রুত সম্ভব গোল করার চেষ্টা করব। যদিও ভারত ভালো দল এবং তাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিন্তু আমাদের লক্ষ্য ফাইনাল জেতা এবং আরও একবার বাংলাদেশের জন্য ট্রফি জেতা।”

সহ-অধিনায়ক আঁখি খাতুনও সুর মিলিয়েছেন সতীর্থদের সঙ্গে, “আমরা লক্ষ্য এবং স্বপ্ন ফাইনাল জেতা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি নিয়ে দেশে ফেরা।”

ভারতের কোচ ফিরমিন ডিসৌজা সমীহ করেছেন বাংলাদেশকে, “বাংলাদেশ খুবই ভালো এবং গতিময় দল। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের কৌশলে খেলব। ফাইনালে ভালো একটা লড়াই হবে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ