ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

সবাই আমাকে ‘মেসি’ বলে ডাকতো আর আমি রেগে জেতাম: তহুরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১৫:১৪:৩৬
<p>সবাই আমাকে ‘মেসি’ বলে ডাকতো আর আমি রেগে জেতাম: তহুরা</p>

ময়মনসিংহের কলসিন্দুরে জন্ম, ছোটবেলা ঢাকা শহর থেকে গ্রামে ফিরে গেলে ছুটে যেতেন তার বাড়িতে। সেই সঙ্গে অবাক হয়ে চেয়ে থাকতেন। আজ ঢাকা থেকে বাড়ি গেলে তাকে দেখতে ভিড় জমে যায় বাড়িতে। বলা হচ্ছিল, বাংলাদেশ দলের অন্যতম সেরা স্ট্রাইকার তুহুরা খাতুনের কথা।

বঙ্গ-মাতা ফুটবল দিয়ে বাফুফের নজরে আসা। এরপর একের পর এক আন্তর্জাতিক ফুটবল আসরে বাংলাদেশের জয়ে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অল্পদিনের ক্যারিয়ারে করে ফেলেছেন ৫টি হ্র্যাট্রিক। সেই সঙ্গে গোল করেছেন ২৭টি। প্রতিবেশী বন্ধুরা যখন দুষ্টুমি করে মেসি বলে ডাকতো। তখন বেশ ক্ষেপে যেতেন তহুরা। তবে, মেসিকে চেনার পর এখন নিজেকে গর্বিত মনে করেন।

ফুটবলার তহুরা বলেন, আগে সতীর্থরা আমাকে মেসি বলে ঢাকতো, আমি মেসিকে চিনতাম না। এরপর যখন ঢাকায় আসার পর মেসি সম্পর্কে জানতে পারলাম। এখন নিজেকে অনেক গর্ববোধ মনে করি।

শুরুটা ভাইয়ের সঙ্গে। গ্রামীণ খেলাধুলা তহুরার পারদর্শিতা দেখে প্রতি শুক্রবার প্রতিযোগিতার আয়োজন করা হতো। সেইখানে ৫ টাকায় টিকেটে কেটে তুহুরার খেলা দেখতে আসতো। এই বিষয়গুলো এখনো তহুরা প্রেরণা যোগায়।

তুহুরা আরো বলেন, আমরা ভাই এবং আমি একসঙ্গে খেলাধুলা করতাম। ও যেমন খেলে, আমিও সেইরকম খেলে। এরপর থেকে আমাদেরকে খেলতে নিয়ে যেত।

সাফ অনূর্ধ্ব ১৫ দলে নিজের দাপটে খেলা ধরে রেখেছেন। এবং স্বপ্ন দেখেন দলের জয়ে ভূমিকা রাখার।

তুহুরা বলেন, আমি সব সময় চেষ্টা করব দলের জয়ে নিজের ভূমিকা রাখার। সেই সাথে ভাল খেলতে পারি, এবং গোল করতে পারি। দেশবাসী আমাদের জন্য দোয়া করেন। এবং ভাল কিছু নিয়ে বাংলাদেশে ফিরেতে পারি।

দেখুন ভিডিওটি….

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ