ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

তামিমকে দলে পাওয়া অনেক বড় আশীর্বাদ: মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১৫:১৩:২৭
<p>তামিমকে দলে পাওয়া অনেক বড় আশীর্বাদ: মুশফিক</p>

বাংলাদেশের জয়ের অনেক অবদান আছে এই বাহাতি ওপেনারের। টেস্টে ৮টি এবং ওয়ানডেতে ১১টি ও টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরির মালিক তামিমকে নিয়ে আলাদাভাবে গর্বই করা যায়।

ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের আরেক প্রান ভোমরা সাবেক টেস্ট অধিনায়ক মুশফিক রহিম মনে করেন তামিমকে দলে পাওয়াটা দেশের জন্য অনেক বড় একটি আশীর্বাদ স্বরূপ।

একটি বেসরকারি টিভি চ্যানেল ‘এনটিভিকে’ দেয়া এক সাক্ষাৎকারে মুশফিক জানিয়ে

‘আমরা তামিমের মতো একজন প্লেয়ার পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। আল্লাহর রহমতে ও যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করছে, আমার মনে হয় তরুণ খেলোয়াড়রা ওর সঙ্গে একটা-দুইটা কথা বললেও তাঁদের অনেক সাহায্য হবে।’

এদিন মুশফিক কথা বলেছেন নিজের খেলা প্রসঙ্গেও। জানিয়েছেন তিন ফরম্যাটে ভালো করার জন্য অপরিসীম চ্যালেঞ্জের কথা। দলের জন্য সবসময় অবদান রাখতে চান এই লিটল মাস্টার। মুশফিক বলেন…

‘খেলার সময় অবশ্যই চ্যালেঞ্জ থাকে। তিনটা ফরম্যাট, বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় নামতে হয়। সত্যি বলতে, আমি তিনটিই অনেক উপভোগ করি, যদিও তিনটিই অনেক চ্যালেঞ্জিং। তবে যেখানেই যাই, দলের জন্য অবদান রাখতে চেষ্টা করি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ