ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ডাবল রেকর্ডের সামনে ব্রড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১৫:১২:১৮
<p>ডাবল রেকর্ডের সামনে ব্রড</p>

এর আগে টেস্টে বল হাতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ব্রড। অন্যদিকে ব্যাট হাতে আর মাত্র ১২ রান করলেই ৩ হাজার রান স্পর্শ করবেন তিনি। এরই সাথে ৩ হাজার রান ও ৪০০ উইকেটের ডাবল রেকর্ডের মালিক হবেন এই পেসার।

এই ডাবল আছে কেবল চারজন ক্রিকেটারের- শেন ওয়ার্ন, কপিল দেব, শন পোলক, রিচার্ড হেডলি। এই চার গ্রেটের পাশে বসায় অপেক্ষায় ইংলিশ পেসার ব্রড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ