ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

'আজ হোক কাল হোক মমিনুলের ওয়ানডে দলে খেলা নিশ্চিত'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১৪:৫৮:১৯
<p>'আজ হোক কাল হোক মমিনুলের ওয়ানডে দলে খেলা নিশ্চিত'</p>

আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডেতে মুমিনুলের ১৮২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ গড়ে ৪ উইকেটে ৩৮৬ রানের বড় স্কোর। ৫ ম্যাচে ৭৪.২৫ গড়ে ১০০ স্ট্রাইকরেটে ২৯৭ রান করে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই। এমন নৈপুণ্য শেষে মুমিনুল কি বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পাবেন? বাশার বলেন ‘মুমিনুল যখন বাদ পড়ে তখনো তার স্ট্রাইক রেট ছিল ৭৪-এর ওপরে।

খুব বেশি ব্যাটসম্যান তার চেয়ে এগিয়ে ছিল না। আজ হোক, কাল হোক মুমিনুলকে লাগবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের ভাবনাটা। ও যখন বাদ পড়েছে তখন হয়তো মনে হয়েছিল টপ অর্ডারে একজন ব্যাটসম্যান দরকার যে বিস্ফোরক শুরু এনে দিতে পারবে।

এখন আবার মনে হচ্ছে ধরে খেলতে পারবে, ইনিংসটা লম্বা করতে পারবে, এমন একজনকে দরকার। সবই আসলে দরকার। মুমিনুলের কাছে যেটা চেয়েছিলাম সেটা সে করেছে। দেখা যাক সামনে দলের ভাবনাটা কী দাঁড়ায়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ