ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য মেয়েদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১৪:৫১:১৫
<p>চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য মেয়েদের</p>

মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যদের এমন পারফম্যান্সে অবাক হন না কখনোই। সাফের এই আসরে তার মেয়েরা মাঠে নামবে, আর জয় তুলে নিবে এটাকেই স্বাভাবিকই মানেন তিনি। সারা বছরের কঠোর পরিশ্রমের ফল যে এটি। কিন্তু একটা জায়গায় অবাক হন ছোটনও। বিস্ময় নিয়ে বলেন, ‘মেয়েরা টানা একই ধাঁচের ফুটবল খেলে চলেছে। ফুটবলে অনেক সময়ই পারফরম্যান্স আপ অ্যান্ড ডাউন হয়। কিন্তু আমাদের মেয়েরা গত সাফ থেকে এই সাফ, এখনো পর্যন্ত প্রতিটি ম্যাচ একই ধরণের ফুটবল খেলেছে প্রতি ম্যাচে।’

শনিবার আর একটি মাত্র ম্যাচে তেমন খেলা খেলতে পারলেই নতুন ইতিহাস লিখবে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো জিতবে শিরোপা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল। আর এই ম্যাচের আগে দলের সবার কণ্ঠে একই প্রত্যয়, ‘চ্যাম্পিয়ন হওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’

আসরে তিন ম্যাচে ৪ গোল করেছেন তহুরা খাতুন। ভারতের সিল্কি দেবীর সঙ্গে যৌথভাবে তিনি এখন সর্বোচ্চ গোলদাতা। ফাইনালেও ভারতের বিপক্ষে গোল করতে চান কলসিন্দুরের এই মেয়ে। চান দেশকে ট্রফি উপহার দিতে, ‘আমরা ফাইনালে উঠেছি। এখন শতভাগ দিয়ে ভারতের বিপক্ষে জিততে চাই এবং পুনরায় চ্যাম্পিয়ন হতে চাই। ২০১৮ সাফে চ্যাম্পিয়ন হওয়াটা আমার স্বপ্ন। ফাইনালে আমি যতো দ্রুত সম্ভব গোল করতে চাই। আমি এই আসরে প্রত্যেক ম্যাচে দলের জন্য গোল করতে চাই।’

অধিনায়ক মারিয়া মান্ডার জন্য অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এটিই হবে সর্বশেষ আসর। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচটিই তার অনূর্ধ্ব-১৫ পর্যায়ে শেষ ম্যাচ হয়ে থাকতে পারে। বয়সের কোটা পেরিয়ে এরপর দূর দিগন্তে ছুটতে হবে তাকে। তবে তার আগে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নের মুকুট পড়তে চান তিনি।

মারিয়া তাই বলেন, ‘এটা ফাইনাল ম্যাচ। আমরা সবাই তৈরি এবং প্রতিজ্ঞাবদ্ধ নিজেদের সেরাটা দিয়ে ভারতের বিপক্ষে জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা দ্রুত গোল করে চাপ কমাতে চাই। ভারত ভালো প্রতিপক্ষ এবং তাদের অভিজ্ঞ কিছু খেলোয়াড় আছে। কিন্তু আমাদের লক্ষ্য ফাইনাল জেতা এবং দেশের জন্য ট্রফি ধরে রাখা।’

দলের সহ অধিনায়ক আঁখি খাতুন। গেল আসরে যিনি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জেতেন। দুর্দান্ত ফুটবল খেলে ভুটানের দর্শকদের নজর কেড়েছেন এবারও। সেই আঁখিও বলছেন, ‘আমার টার্গেট ও স্বপ্ন ফাইনাল ম্যাচ জেতা এবং পুরনায় চ্যাম্পিয়ন হওয়া।’

সিনিয়র জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। যিনি বয়সভিত্তিক এই দলটির সঙ্গে রয়েছেন সহকারী কোচ হিসেবে। সাবিনা বলে দিলেন, ‘এখন আমাদের সময় ফাইনালে নিজেদের মেলে ধরা। আবারো নিজেদের টুর্নামেন্টে সেরা হিসেবে প্রমাণ করা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ