ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি হাকালেন মঈন আলী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১১:৫০:২০
<p>টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি হাকালেন মঈন আলী</p>

এজবাস্টনে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ৫৬ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন উস্টারশায়ার অধিনায়ক মঈন। এর ফলে ২০৯ রানের সংগ্রহ পেয়েছিল তার দল। অন্যদিকে ১৯৪ রানে থেমেছিল বার্মিংহাম। আর উক্ত ম্যাচে ১৫ রানের জয় পেয়েছে উস্টারশায়ার।

এই মৌসুমে সাদা বলে দারুণ ফর্মেই আছেন মঈন আলী। গত জুনে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও সেঞ্চুরি করেছিলেন তিনি। সেঞ্চুরি ম্যাচে খেলেছিলেন ১১৪ রানের অসাধারণ ইনিংস। এই দুই ইনিংস মিলিয়ে ১৩১ বলে মঈনের রান ২২৯।

এর আগে ২০১৫ সালে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে টি-টুয়েন্টিতে তার সর্বোচ্চ রান ছিল ৯০।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ