ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

আইরিশদের বিপক্ষে সিরিজ জিতিয়ে সিরিজ সেরা হলেন যে টাইগার ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ১০:৩০:৫৫
<p>আইরিশদের বিপক্ষে সিরিজ জিতিয়ে সিরিজ সেরা হলেন যে টাইগার ক্রিকেটার</p>

প্রথম অধিনায়কত্বেই বাংলাদেশকে সিরিজ জয় উপহার দিয়ে সিরিজ সেরা হলেন সৌম্য সরকার।

অবশ্য সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল মোহম্মদ মিঠুনের আজ আইরিশদের দেওয়া ১৮৪ রানের টার্গেটে মিঠুন খেলেন মাত্র ৩৯ বলে ৮০ রানের একটি অনবদ্য ইনিংস।

আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৮৪ রান তাড়া করে মিঠুন ও সৌম্যের ব্যাটে ৭ বল বাকী রেখেই ৬ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ এ দল।

আর এই জয়ে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ এ দল।

সংক্ষিপ্ত স্কোর :

আয়ারল্যান্ড ‘এ’ : ১৮৩/৫(ওভার ১৮)পোর্টারফিল্ড- ৭৮(৩৯) , সিমি সিং – ৬৭(৪১)। সাউফদ্দিন- ৪/২৮, শরিফুল – ১/৪১।

বাংলাদেশ এ দল: ১৮৭/৪ (ওভার ১৬.৫)মোহম্মদ মিঠুন ৮০ (৩৯), সৌম্য সরকার ৪৭ (৩০)আল আমিন ২১*, মমিনুল হক ১১*।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে সৌম্যের ফিফটিতে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে সহজেই হারিয়েছিল বাংলাদেশ৷ তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে আইরিশরা। আর আজ শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ এ দল।

এর আগে সফরের শুরুতে ওয়ানডে সিরিজ ২-২ ড্র করে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দলটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ