ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

৬ ছক্কা ৭ চারে মিঠুনের ৩৯ বলে ৮০ রানের অসাধারণ ইনিংস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ০১:৩০:১২
<p>৬ ছক্কা ৭ চারে মিঠুনের ৩৯ বলে ৮০ রানের অসাধারণ ইনিংস</p>

টসে হেরে বোলিংয়ে নেমে আইরিশদের আটকাতে পারেনি বাংলাদেশী বোলাররা। উইলিয়াম পোর্টাফিল্ডের কাছে অসহায় হয়ে যান সবাই।তার ব্যাটে ভর করে বাংলাদেশকে ১৮ ওভারে ১৮৪ রানের টার্গেট দেয় আইরিশরা।

জবাবে ব্যাট করতে নেমে আইরিশদেরকেও সমুচিত জবাব দেন ওপেনিংয়ে নামা সৌম্য সরকার এবং মোহাম্মদ মিথুন।দুজনেই ঝড়ের বেগে রান তুলতে থাকেন।তাদের ব্যাটে ভর করে ৫ ওভারেই দলীয় শতক পার করে টাইগাররা।এরপরে ডের আর ক্ষিপ্ত হয়ে উঠলেন মোহাম্মদ মিথুন।আইরিশ বোলারদের নাকানি-চুবানি খাইয়ে ২৩ বলেই তুলে নেন ব্যাক্তিগত অর্ধশতক।

অর্ধশকের পর আরো আক্রমণাত্নক হন মিথুন আলি।এতো বড় টার্গেটকেও টাইগারদের যেন বুঝতেই দিলেন না তিনি।একের পর এক বাউন্ডারিতে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে পৌছে দেন তিনি।কিন্তু জয় উপহার দেওয়ার আগেই, ৩৯ বলে ৭ চার এবং ৬ ছক্কায় ৮০ রান করে ফিরে যান তিনি।বাকি কাজটি করেন শান্ত-জাকিররা।১৮ ওভারের ম্যাচে ৭ বল বাকি থাকতেই আইরিশদের হারিয়ে সিরিজ জিতে নেয় টাইগাররা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ