ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

আইরিশদের বিপক্ষে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন সাইফউদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৮ ০১:২৭:৪২
<p>আইরিশদের বিপক্ষে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন সাইফউদ্দিন</p>

এইদিনে স্রোতের বিপরীতে বল করে মাত্র ২৮ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট।

আজ টসে হেরে শুরুতেই টাইগার অধিনায়ক সৌম্য সরকার সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন। সাইফ তার প্রতিদানও দেন। শুরুতেই ফেরান ওপেনার থমসনকে। এরপরই তুলে নেন আইরিশ অধিনায়ককে।

শেষ দিকে মারমুখি পোটারফিল্ড ও গেটকেটের উইকেট ও তুলে নেন সাইফউদ্দিন।

সংক্ষিপ্ত স্কোর :

আয়ারল্যান্ড উইলভস: ১৮৩/৫(১৮)পোর্টারফিল্ড- ৭৮(৩৯) , সিমি সিং – ৬৭(৪১)। সাউফদ্দিন- ৪/২৮, শরিফুল – ১/৪১।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ