ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

উনি হয়তো কারও হাত ধরে ব্যাটিং বা বোলিং করে দেননি,কিন্তু দলের প্রাণ ফিরিয়ে এনে দিয়েছেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৭ ২১:৩৩:২২
উনি হয়তো কারও হাত ধরে ব্যাটিং বা বোলিং করে দেননি,কিন্তু দলের প্রাণ ফিরিয়ে এনে দিয়েছেন

‘টেস্ট সিরিজের পর স্বাভাবিকভাবেই আমরা খুব ডাউন ছিলাম। আমাদের জন্য ওয়ানডে সিরিজটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মাশরাফি ভাই এলেন। আমার মনে হয়, আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনে উনার বড় অবদান ছিল। উনি হয়তো কারও হাত ধরে ব্যাটিং বা বোলিং করে দেননি। কিন্তু দলের আবহ বদলে দিতে অনেক সাহায্য করেছেন। ‘

টেস্ট সিরিজে ব্যর্থ তামিম ওয়ানডে সিরিজে খেলেছেন দুর্দান্ত। বাংলাদেশের জয়ের দুটি ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি। দুটিতেই ম্যাচ সেরা। মাঝেরটিতে করেছিলেন ফিফটি। দলকে সিরিজ জিতিয়ে নিজে হয়েছেন সিরিজ সেরা।

তারপরেও সব কৃতিত্ব ম্যাশকে দিয়ে তিনি বলেন, ‘একটা বাজে টেস্ট সিরিজের পর প্লেয়ারদের মধ্যে অনেক নেতিবাচক মানসিকতা থাকে। ভাবনা পরিষ্কার থাকে না। তিনি (মাশরাফি) যে ইতিবাচক মনোভাবটা নিয়ে এসেছিলেন, সেটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। ওটা বড় কারণ ছিল জয়ের। অমন একটা টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফিরে আসা ছিল বিশেষ অর্জন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে