ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

ক্রিকেটে ফিরছেন নিষিদ্ধ ক্যামেরুন বেনক্রফট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৭ ১৯:৫৭:৫০
ক্রিকেটে ফিরছেন নিষিদ্ধ ক্যামেরুন বেনক্রফট

২৫ বছর বয়সী ব্যানক্রফট ২০১৯ সালে ডাহামের হয়ে খেলবেন। ইংলিশ কাউন্টি দলটির পক্ষ থেকে আজ এই ঘোষণা দেয়া হয়েছে। অজি দলের সাবেক এই ওপেনারের সঙ্গে অস্ট্রেলিয়ার দলের তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নারকেও শাস্তি দেয়া হয়। স্মিথ ও ওয়ার্নার উভয়কেই আন্তর্জাতিক ও প্রাদেশিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। আর বেনক্রফটকে ৯ মাস।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডারহাম কাউন্টি ক্লাব আনন্দের সহিত ২০১৯ সালের জন্য ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে চুক্তির বিষয়টি ঘোষণা করছে। অস্ট্রেলিয়ান এই ওপেনার ক্লাবের বিদেশি খেলোয়াড় হিসেবে চুক্তি করবেন এবং জাতীয় দলে নির্বাচিত হওয়া সাপেক্ষে পুরো মৌসুম সব ভার্সনেই খেলবেন। ‘

নতুন এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন এখন পর্যন্ত মাত্র ৮ টেস্ট খেলা ব্যানক্রফট। তবে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ৫০ ওভারের বিশ্বকাপ ও ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে জাতীয় দলের হয়ে খেলার আশা প্রকাশও করে তিনি বলেন, ২০১৯ কাউন্টি মৌসুমে ডারহামে সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। ২০১৭ মৌসুমে রিভারসাইডে খেলে আমি উপলদ্ধি করতে পেরেছি এটা ক্রিকেট খেলার জন্য কতটা আদর্শ জায়গা। ‘

‘অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ ২০১৯ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। যা ক্রিকেটের জন্য দারুণ একটি মৌসুম হবে। এ সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। ‘

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে